Bangladesh

এপিবিএন-পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪১ রোহিঙ্গা এপিবিএন-পুলিশের অভিযান
সংগৃহিত

এপিবিএন-পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪১ রোহিঙ্গা

Bangladesh Live News | @banglalivenews | 29 Oct 2022, 07:37 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৯ অক্টোবর ২০২২: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে মাঝিসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পকে নিরাপদ রাখতে ‘অপারেশন রুট আউট’ নাম দিয়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযানের সময় যেন কোনো দুষ্কৃতিকারী পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করা হয়।

অভিযানে ৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ছয়জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় তিনজনকে। অন্যান্য মামলার আসামি চারজন। বাকি ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাস নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024