Bangladesh

২৮ অক্টোবরের পর গ্রেফতার-মামলা কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহিত

২৮ অক্টোবরের পর গ্রেফতার-মামলা কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 24 Nov 2023, 09:51 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ নভেম্বর ২০২৩ :  গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর সারাদেশে গ্রেফতার ও মামলার সংখ্যা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বাসে ও গাড়িতে আগুন দিন দিন বাড়ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিন দিন বাড়ছে সেটা সঠিক নয়। এখন যেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে করতে হয় না, দেশের জনগণই তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করছে। এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। দেশের মানুষ এসব অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও পছন্দ করে না। সেজন্য তারা এসব অপরাধীকে ধরে পুলিশে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমার কাছে তথ্য আছে পুলিশ ও জেলখানার পরিসংখ্যান রয়েছে। ২৮ অক্টোবরের আগে সারাদেশে প্রতিদিন দুই হাজারের কাছাকাছি বিভিন্ন অভিযোগে জেলখানায় যেতো, গ্রেফতার করা হতো। আবার দুই হাজারের কাছাকাছি রিলিজ হতো। আর ২৮ অক্টোবরের পরে এ সংখ্যা কমে আসছে। এখন গড়ে প্রতিদিন এক হাজার ৮১৬ জন জেলে যাচ্ছে। এর নানাবিধ কারণ হতে পারে। যারা ভুয়া সংবাদ দিচ্ছে যে, আমরা যাকে পাই তাকে ধরছি। সেটি কিন্তু সঠিক নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলার ক্ষেত্রে ২৮ অক্টোবরের আগে সারাদেশে প্রতিদিন ৫৬৫টি মামলা হতো। ২৮ অক্টোবরের পরে এখন পর্যন্ত প্রতিদিন ৪৩৮টি মামলা হয়েছে। ১২৭টির মতো মামলা কমেছে। আমি আপনাদের ধারণাটা দিলাম, তারা যে বলছে রাজনৈতিক মামলায় যাকে পাচ্ছি বিএনপির নেতাদের ধরছি, মামলা করছি, এটা সঠিক নয়।’

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটে। এরপর বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024