Bangladesh

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত গোলাগুলি
সংগৃহিত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের টহল

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

Bangladesh Live News | @banglalivenews | 10 Jul 2023, 09:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ জুলাই ২০২৩: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরসার সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আরসার এক কমান্ডার নিহত হয়েছেন।

সোমবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭-এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন রশিদ।

নিহত হোসেন আহমেদ কায়সার (৩৫) উখিয়ার ক্যাম্প-১৭ ব্লক-এইস/৭৯ এর জাফর হোসেনের ছেলে। তিনি হুসেন মাঝি হিসেবে পরিচিত।

১৪ এপিবিএনের অধিনায়ক হারুন রশিদ বলেন, ভোরে ক্যাম্প-১৭ এলাকায় আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সারের অবস্থান জেনে অভিযানে যান এপিবিএনের সদস্যরা।

আরসার সদস্যরা পুলিশের ওপর গুলি ছুড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলিতে আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার নিহত হন। এ সময় দুটি ওয়ান শুটারগান গান, ছয় রাউন্ড গুলি ও ওয়াকি টকি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, নিহত হোসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। তার সহযোগীদের ধরতে প্রচেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-১৭-এ আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলি ঘটে। আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা মরদেহের সুরতহাল করি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এরআগে শুক্রবার সকালে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আরসা সন্ত্রাসী নিহত হন। একইদিন সন্ধ্যায় পাহাড়ি ঢালুতে মিলেছে আরও এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ। এর তিনদিনের মাথায় এবার পুলিশের সঙ্গে গোলাগুলি ও হুসেন মাঝি নিহতের ঘটনা ঘটলো।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024