Bangladesh

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আওয়ামী লীগ প্রতিনিধি দল গুলিস্তান বিস্ফোরণ
ছবি: সংগৃহিত সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আওয়ামী লীগ প্রতিনিধি দল

Bangladesh Live News | @banglalivenews | 09 Mar 2023, 07:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ মার্চ ২০২৩ : আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গুলিস্থানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আহত রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান।

বুধবার আওয়ামী লীগ নেতারা বার্ন ইনস্টিটিউটে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের স্বজন দেরে সাথে  কথা বলেন।  

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোগীদের দেখতে এসেছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। আওয়ামী লীগ তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।

বিস্ফোরণের পিছনে নাশকতামূলক তৎপরতা থাকতে পারে বলে সরকার সন্দেহ করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের অবশ্যই সন্দেহ হচ্ছে। কারণ পরপর কয়েকটি ঘটনা। একটি ঘটনা হলে দুর্ঘটনা হিসেবে মনে করা যেত। কিন্তু পরপর একই ধরনের ঘটনা ঘটেছে। অতএব এটা অত্যন্ত সন্দেহের মধ্যে আছে।

এ সময়ে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫০ জন আহত Sun, Dec 10 2023

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023