Bangladesh

একলা এগোচ্ছে আওয়ামী লীগ, বেকায়দায় শরিকরা বাংলাদেশ
পি আই ডি বাংলাদেশ

একলা এগোচ্ছে আওয়ামী লীগ, বেকায়দায় শরিকরা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 03 Dec 2023, 11:54 pm

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৩ : বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।

নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। এবার মহাজোট শরিকদের আলাদা রেখেই এগোচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও আসন বণ্টন করেনি দলটি। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এটি নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা।

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিষয়টি শিগগির স্পষ্ট হবে। অন্যদিকে, শরিকরা বলছেন এটি দলীয় মনোনয়নের তালিকা। এখানে জোটের প্রার্থীদের নাম থাকার প্রশ্নই আসে না। তবে জোট নির্বাচনের আগে-পরে সব সময়ই থাকবে। রাজনৈতিক প্রয়োজনে জোট হয়েছে, সেই প্রয়োজন ফুরিয়ে যায়নি বরং বেড়েছে।


বর্তমান সংসদে মহজোটের আসন ১০টি। এসব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এতে শঙ্কা তৈরি হয়েছে সমঝোতা না হলে এবং আওয়ামী লীগ মনোনীত হ্যাভিওয়েট নেতারা মাঠে থাকলে শরিকদের পাস করে আসা কঠিন হবে। পাশাপাশি ডামি প্রার্থী হিসেবে ধরার মতোও নেতা নন তারা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে তিন বার সংসদ সদস্য হয়েছেন।

তিনি এবারও মনোনয়নপত্র কেনেন এ আসনে। কিন্তু এবার এ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এখানে মনোনয়নপত্র জমা দেননি রাশেদ খান মেনন।

তিনি পরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) এ দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার আসন রাজশাহী-২ এ রাজশাহী মহানগর সভাপতি মোহাম্মদ আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলটির আরেক নেতা মোস্তফা লুৎফুল্লাহর সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন মনোনয়ন।

কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেয়নি। তবে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলটির সাধারণ সম্পাদকের আসনে প্রধানমন্ত্রীর সাবেক এপিএস আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে দেওয়া হয়েছে। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এর আগে ফেনী-১ আসনে নৌকা প্রতীকে ভোট করে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024