Bangladesh

ট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার দাবি হেফাজতে ইসলাম
সংগৃহিত বিগত ২৬ মার্চ রাজধানীতে হেফাজতের তান্ডব

ট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার দাবি

Bangladesh Live News | @banglalivenews | 03 Apr 2021, 06:37 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ এপ্রিল ২০২১: ‘বিশেষ ট্রাইব্যুনাল’ করে সহিংসতায় জড়িত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিচারের দাবি উঠেছে জাতীয় সংসদে। শনিবার (৩ এপ্রিল) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদে এ দাবি তোলেন।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, "বিএনপি-জামায়াত-হেফাজত ইসলামবিরোধী। নামে হেফাজতে ইসলাম হলেও তারা ইসলামবিরোধী, জঙ্গি, স্বাধীনতাবিরোধী। এরা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। এদের কোনো ছাড় দেয়া যাবে না। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। দরকার হলে বিশেষ ট্রাইব্যুনাল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে।"

তিনি বলেন, "ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধ্বংস করে না। ইসলাম সৃষ্টি করে। হেফাজতের নামে যারা জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিএনপি-জামায়াত যাদের সহযোগী হিসেবে.. যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে। ইসলামের হেফাজত কোনো সন্ত্রাসী-জঙ্গিরা করতে পারে না। ইসলাম হেফাজত করবে আল্লাহ।"

যারা বাংলাদেশকে স্বীকার করে না তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই উল্লেখ করে শেখ সেলিম আরও বলেন, "যারা বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, দেশের অর্জন ও স্বাধীনতার গৌরবকে নস্যাৎ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দরকার হলে ট্রাইব্যুনাল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে। হেফাজতের জঙ্গিরা যেসব মাদরাসা থেকে রাস্তায় বের হয়ে মানুষ হত্যা করে, মানুষের বাড়িঘর ও স্থাপনায় আক্রমণ করে ও পুড়িয়ে দিয়েছে, সেইসব মাদরাসাও বন্ধ করে দিতে হবে। ইসলাম কখনও সন্ত্রাসীদের আশ্রয় দিতে পারে না।"

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রতি যাদের বিন্দুমাত্র বিশ্বাস রয়েছে, তারা কোনোদিন এই জঘণ্য কাজ করতে পারে না। তাদের এই বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই।

মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থনের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ সেলিম বলেন, "মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির সব রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছে। অস্ত্র দিয়ে তারা সাহায্য করেছে। ভারত আমাদের দুর্দিনের বন্ধু। সেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারবে না, এটা কোন ধরনের তামাশা?"

"ভারতের প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। যারা মোদিকে আসার বিরোধীতা করে তারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারিনি। তারা ইয়াহিয়া, টিক্কা, নিয়াজীর বংশধর, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, এখনও পাকিস্তানের স্বপ্ন দেখে।

হেফাজতের সঙ্গে বিএনপিকে জড়িয়ে বক্তৃতা করায় বিএনপির সংসদ সদস্যরা সংসদে প্রতিবাদ শুরু করলে শেখ সেলিম বলেন, "ব্যস্ত হয়েন না। আমি শেষ করি। একটাও উত্তর দিতে পারবেন না। আমি কোন অসত্য কথা বলিনি।"

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024