Bangladesh

জঙ্গিবাদে জড়িয়ে বাড়ি ছাড়া ৫৫ কিশোর-তরুণ বাংলাদেশ
আন্সপ্লাশ

জঙ্গিবাদে জড়িয়ে বাড়ি ছাড়া ৫৫ কিশোর-তরুণ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 28 May 2023, 02:49 pm

ঢাকা, ২৮ মে ২০২৩ : কিশোর আবু বক্কর রিয়াসাদ রাইয়ানের (১৬) বাড়ি নারায়ণগঞ্জ।

আল-আমিন নামে একজন ছিলেন তার গৃহশিক্ষক। ২০২২ সালের মার্চে গৃহশিক্ষকের কথায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ছাড়ে রাইয়ান।

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’য় উদ্বুদ্ধ করে তাকে প্রশিক্ষণের জন্য তথাকথিত হিজরত করান আল-আমিন।

গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি তার নির্দেশনায় পাহাড়ে প্রশিক্ষণের জন্য রনি মিয়া নামে একজন রাইয়ানকে বান্দরবানে দিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেনি রাইয়ান।

শুধু রাইয়ান নয়, দুই বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিবাদে জড়িয়ে বাড়ি ছাড়ে ৫৫ কিশোর-তরুণ। তাদের মধ্যে বেশ কয়েকজন র‌্যাব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে গ্রেফতার হয়। তবে এখনো নিখোঁজ অনেকে।

নিখোঁজ তরুণ আবু বক্কর রিয়াসাদ রাইয়ান এক বছরের বেশি সময় ধরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি বাড়িতে ফোন করে।

ফোনে মাত্র ৪১ সেকেন্ড কথা হয় তার বাবার সঙ্গে। এসময় রাইয়ান আত্মসমর্পণের কথা জানায়। কিন্তু যে নম্বর থেকে ফোন করেছিল সেটি এখন বন্ধ।

গোয়েন্দা সংস্থা জানায়, জঙ্গিবাদে জড়িয়ে দুই বছর ধরে বাড়ি ছাড়া ৫৫ জনের খোঁজ পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বছরের ১০ অক্টোবর তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও প্রকাশ করেছে এলিট ফোর্স র‌্যাব। নিখোঁজ তরুণদের মধ্যে নাম উঠে আসে নারায়ণগঞ্জের আবু বক্কর রিয়াসাদ রাইয়ান নামে এক কিশোরের।

রাইয়ান জঙ্গিবাদে জড়িয়েছিল গৃহশিক্ষক আল-আমিনের মাধ্যমে। শুধু রাইয়ান নয়, গৃহশিক্ষকের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তার মা আম্বিয়া সুলতানা এমিলিও।

এমিলি দেশের একটি স্বনামধন্য এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে চাকরি করতেন। সুন্দর ও নিরাপদ জীবন ফেলে বিপথে চলে যাওয়ায় অনুতপ্ত হন এমিলি। পরে গত বছরের ৯ নভেম্বর পাহাড়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ হয়ে নিরুদ্দেশ হওয়া ছেলেকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানান।

র‌্যাব বলছে, পার্বত্য অঞ্চলে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছত্রছায়ায় নিখোঁজদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে তারা নতুন ওই জঙ্গি সংগঠনের নামেই অবস্থান করে। নিখোঁজদের বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিশোর-তরুণদের।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024