Bangladesh

ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ সমাপ্ত বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহিত ভারত-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ সমাপ্ত

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2022, 07:39 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ জুন ২০২২: বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  যশোর সেনানিবাসে ভারতের সঙ্গে ও সিলেটের জালালাবাদ সেনানিবাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণের নাম ছিল ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০’। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ২০ মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল প্রবীণ চার্ব্রা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা। এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযান, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘে বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা কার্যক্রম বিষয়ে যৌথ অভিযান অনুশীলন করে।

৫ জুন থেকে শুরু হওয়া এই অনুশীলনে উভয় দেশের প্রায় দেড় শতাধিক অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণের নাম ছিল ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৩৯’। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন গ্রেইস লাফেব। ২৫ মে থেকে ১৬ জুন ২০২২ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ফোর্স, বাংলাদেশ নৌবাহিনীর ঝডঅউঝ এবং ইউকে স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অ্যান্টি টেররিজম সম্পর্কে বিস্তারিত জ্ঞান, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল এবং কাউন্টার টেররিজম, ফায়ারিং বিষয়ক অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ জন প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন ঝডঅউঝ সদস্য এবং যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের ১২ জন সদস্য অনুশীলনে অংশগ্রহণ করেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ অনুশীলন দুটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং সংশ্লিষ্ট সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করায় ভারত ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024