Bangladesh

মিয়ানমার সংকটের টেকসই সমাধানের আহ্বান বাংলাদেশের মায়ানমার সংকট | রোহিঙ্গা
সংগৃহিত জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ফার্স্ট লেডি ইরিয়ানা উইদোদো

মিয়ানমার সংকটের টেকসই সমাধানের আহ্বান বাংলাদেশের

Bangladesh Live News | @banglalivenews | 07 Sep 2023, 11:41 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৩: মিয়ানমার সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এমনকি শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব হলে তা সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইন্দোনেশিয়ার জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে যোগ গিয়ে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন এসব কথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারে চলমান সংঘাতের একটি টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সংঘাতের কারণে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে তিনি আরও বলেন, শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ানের সভাপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেন তিনি। তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ অংশ নেন।

এছাড়া বৃহস্পতিবার জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেন রাষ্ট্রপতি। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন।

সর্বশেষ শিরোনাম

পৃথক তিন মামলায় জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা Fri, Feb 23 2024

রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো ঘাটতি থাকবে না : প্রধানমন্ত্রী Fri, Feb 23 2024

বাংলাদেশ যুদ্ধের বিরুদ্ধে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিরক্ষা শক্তিশালী করবে : প্রধানমন্ত্রী Thu, Feb 22 2024

শিক্ষার মূল মাধ্যম হিসেবে মাতৃভাষাকে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Thu, Feb 22 2024

সরকারের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা : পররাষ্ট্রমন্ত্রী Wed, Feb 21 2024

সাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন কাদের Wed, Feb 21 2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Wed, Feb 21 2024

লিটারে ১০ টাকা দাম কমছে সয়াবিন তেলের Tue, Feb 20 2024

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না : কাদের Tue, Feb 20 2024

২১ গুণীজনকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Tue, Feb 20 2024