Bangladesh

করোনায় আজও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৫
ঢাকা, ৩১ জুলাই ২০২২ : বাংলাদেশে করোনাভাইরাসে আজও ৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯১ জনে।
দেশে ৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৩৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই নিয়ে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫ হাজার ২৫৭ জন। গতকাল শনিবারও করোনায় তিনজনের মৃত্যু এবং ৩৪৯ জন শনাক্ত হয়।
রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮৬৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ২ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।