Bangladesh

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশে প্রভাব ফেলবে না: পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ
পি আই ডি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশে প্রভাব ফেলবে না: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 27 Feb 2022, 04:39 pm

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২২: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, এ যুদ্ধে আমাদের অর্থনৈতিকভাবে বড় ক্ষতিও হবে না। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ সংক্রান্ত সচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের বাণিজ্য এত খারাপ নয় যে ধস নামবে। কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে বাজার আছে এক্সপোর্ট-ইমপোর্ট এগুলো তো যাবেই। এগুলো আটকানোর কথা নয়। তবে এ যুদ্ধে আমি কোনো ইমিডিয়েট ইমপ্যাক্ট দেখছি না।

রাশিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের অন্যতম বন্ধুরাষ্ট্র রাশিয়া। তাদের সঙ্গে আমাদের কিছু ব্যবসা রয়েছে। তাদের সঙ্গে এ সময়ে আমাদের সবচেয়ে বড় কাজ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। তারা আমাদের ঋণ দিয়েছে। আমরা ঋণ নিয়ে সেই কাজ বাস্তবায়ন করছি। যে কাজ করোনার সময় বাধাপ্রাপ্ত হয়নি, আশা করছি এখনো হবে না।

সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে’র সঞ্চালনায় আলাচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক সাহেল রাজা চৌধুরী। আলাচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024