Bangladesh

তারুণ্যের অদম্য শক্তিতে আরও প্রাণবন্ত বাংলাদেশ: জয় তারুণ্যের বাংলাদেশ
www.facebook.com/sajeeb.a.wazed প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

তারুণ্যের অদম্য শক্তিতে আরও প্রাণবন্ত বাংলাদেশ: জয়

Bangladesh Live News | @banglalivenews | 18 Dec 2021, 11:50 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২১: তারুণ্যের অদম্য শক্তিতে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, 'আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু এটি আমাদের দায়বদ্ধতাকেও বাড়িয়ে দিয়েছে। আমরা ভিশন-২০২১ বাস্তবায়ন করেছি, পদ্মা সেতুর মতো একটি অনন্য সাধারণ প্রকৌশলী নির্মাণশৈলী উপহার দিয়েছি জাতিকে। এসব কারণে ইতিহাসের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করতে সমর্থ হয়েছি আমরা। এখন আমাদের পরবর্তী লক্ষ্য, ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা।'

মহান বিজয় দিবসে উপলক্ষে বৃহস্পতিবার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সজীব ওয়াজেদ জয় আরও লিখেছেন, 'এই ৫০-এ, আমি আমার সমবয়সী প্রিয় বাংলাদেশের মতো নিজের সুবর্ণজয়ন্তীও উদযাপন করছি। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আমার জন্ম হয়, আমার নাম রাখা হয়েছিল জয়। এর কিছুদিনের মধ্যেই যুদ্ধে চূড়ান্ত জয় লাভের মাধ্যমে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। বাংলাদেশ এবং আমার জীবনের পথযাত্রা সমান ও সমান্তরাল, এই ভালোবাসার বন্ধন অবিচ্ছেদ্য।'

তিনি লিখেছেন, 'স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে এসে, আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে আরো উন্নতি করার সুযোগ রয়েছে আমাদের। এখনই সময় নিজেদের বিকশিত করার মাধ্যমে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার। দেশকে আরো একধাপ এগিয়ে নেয়ার মাধ্যমে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে পারি, যাদের মহান আত্মদানের মাধ্যমে ধ্বংসস্তুপের মধ্য থেকে উদিত হয়েছে স্বাধীনতার সূর্য, আমাদের সেই পূর্বপুরুষদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করার উপযুক্ত সময় এখনই।'

তিনি বলেন, 'ভুলে গেলে চলবে না- আমরা একটা ফুলের জন্য যুদ্ধ করেছি, একটি মুখের হাসির জন্য যুদ্ধ করেছি। স্বাধীনতাবিরোধী কুচক্রীরা যাতে এই ফুলকে নষ্ট করতে না পারে, কারো মুখের হাসি কেড়ে নিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।'

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, ‘আসুন, সবাই মিলে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। বিশ্বের বুকে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করি। ভিশন-২০৪১ আপনাদের জন্যই।'

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ জনের আবেদন Sat, Dec 09 2023