Bangladesh

ভারতে বিদ্যুতের দর বৃদ্ধির দায় নিতে নারাজ বাংলাদেশ বিদ্যুতের দর
পিআইডি বিদ্যুৎ সচিব সঞ্জীব নন্দন সাহাইয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল শনিবার ঢাকায় জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেন

ভারতে বিদ্যুতের দর বৃদ্ধির দায় নিতে নারাজ বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 25 Jan 2021, 01:06 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ জানুয়ারি ২০২১: রাজনৈতিক কারণে ভারতে বিদ্যুতের দাম বাড়লে তার দায় নেবে না বাংলাদেশ। আমদানির কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন এই ধারা সংযোজন করতে চায় বিদ্যুৎ বিভাগ। তবে এ বিষয়ে ভারত সরকারের সম্মতি প্রয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে সেই দাবি উত্থাপন করা হয়েছে।

ঝাড়খণ্ডে নির্মাণাধীন ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ শেষের পথে রয়েছে।

আগামী বছর অর্থাৎ ২০২২ সালে এ বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা রয়েছে। ভারতীয় অংশের গ্রিডলাইন নির্মাণের কাজ প্রায় শেষের পথে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে ক্রয় চুক্তিসহ অন্যান্য সকল প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে পিডিবি। বাংলাদেশের বগুড়া দিয়ে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। তবে এ জন্য কোনও ব্যাক টু ব্যাক সাব-স্টেশন নির্মাণের প্রয়োজন হবে না। বিদ্যুৎকেন্দ্রের পুরো বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করাতে এর সঞ্চালন লাইনটি বাংলাদেশের জন্য মানানসই করে নির্মাণ করা হয়েছে।

কিন্তু কোনও কারণে ভারতে রাজনৈতিক সিদ্ধান্তে যদি বিদ্যুতের দামের হেরফের হয় তাহলে কী হবে? এই আলোচনা এতদিন না হলেও এখন বাংলাদেশ সেই আলোচনা করছে। বাংলাদেশ বলছে, এর দায় নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অভ্যন্তরীণ কারণে দামের হেরফের হলে আমরা যে দামে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছি সেই দাম বহাল রাখতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, বিদ্যুৎকেন্দ্রটি কয়লাচালিত। এখন সারা বিশ্বে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সরকারগুলো নানা কঠোরতা আরোপ করছে। দেখা গেলো আগামীতে কোনও একসময়ে ভারত সরকার কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ দূষণের জন্য কর আরোপ করলো। আমরা বলছি এই করের দায় আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়।

ভারতীয় বিদ্যুৎ সচিব সঞ্জীব নন্দন সাহাইয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন। গত ২৩ জানুয়ারি গভীর রাত পর্যন্ত ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা ভারতের রাজনৈতিক কারণে বিদ্যুতের দর বৃদ্ধির বিষয়ে দায় না নেওয়ার কথা জানিয়েছি। ভারতীয় প্রতিনিধিদল বলছে বিদ্যুতের ক্রয় চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024