Bangladesh

ভারতের সংগে বাংলাদেশের সম্পর্ক ভ্রাতৃসুলভ: প্রজাতন্ত্র দিবসে ভূমিমন্ত্রী বাংলাদেশ-ভারত
সংগৃহিত ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভারতের সংগে বাংলাদেশের সম্পর্ক ভ্রাতৃসুলভ: প্রজাতন্ত্র দিবসে ভূমিমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 27 Jan 2023, 11:02 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৩: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশ-ভারত নিকটবর্তী প্রতিবেশী এবং দায়িত্বশীল প্রতিবেশী। প্রতিবেশীর এই অবস্থান কেউ সরাতে পারবে না। দুই দেশ ভাইয়ের মতো সম্পর্ক রক্ষা করে। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে সবার আগে হাত বাড়িয়েছিল ভারত। এই কারণে আমি ভারতের জনগণ, ভারত সরকার এবং ভারতীয় যেসব সৈন্য নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ৭৪তম ভারতীয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

মন্ত্রী বলেন, ১৯৭১ এর পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে গেছে। শুধু ব্যবসা, সংস্কৃতি, শিক্ষা বা চিকিৎসাখাতে নয়, দুই দেশের সম্পর্ক মানুষে মানুষে, আত্মায় আত্মায়। করোনাকালে ভ্যাকসিন দিয়ে ভারত প্রথম আমাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বন্ধুত্বপূর্ণ চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর সম্পর্ক দুই দেশের মানুষও উপভোগ করে। ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত, যা ভাঙার নয়। এই সম্পর্ক ভবিষ্যতেও চলতে থাকবে। বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি, খাদ্য, পোশাক সবকিছুতে মিল রয়েছে। কোনো পার্থক্য খুঁজে পাবে না দুই দেশের মাঝে। আমাদের সম্পর্ক উইন-উইন। ভারতের অর্থনীতি পৃথিবীতে অনেক শক্তিশালী। তারা পৃথিবীর পঞ্চম শক্তিশালী অর্থনীতির দেশ। বাংলাদেশও এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। প্রতিবেশী দেশ ভারতের মতো আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের অর্থনীতি ও উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে।

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, আজকে ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সব থেকে বেশি গুরুত্ব দেয়। আমাদের কাছে প্রতিবেশী প্রথমে। প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনাবাহিনী একসঙ্গে প্রাণ বিসর্জন দিয়ে দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধন তৈরি করে গেছেন। আজকে আমাদের বন্ধন শুধুমাত্র ট্রেড, কর্মাস, সিকিউরিটি এবং বর্ডার ম্যানেজমেন্টের মতো ট্রেডিশনাল ক্ষেত্রসমূহে সীমাবদ্ধ নয়। আমাদের বন্ধন এখন কৌশলগত সব সম্পর্কের ঊর্ধ্বে।ভারত বাংলাদেশের কমিটেড ডেভেলপমেন্ট পার্টনার। দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আমাদের জয়েন্ট ইনিশিয়েটিভ প্রমাণ করে আমাদের এ সহযোগিতা দুই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য।

সর্বশেষ শিরোনাম

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির Fri, Mar 29 2024

দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি-জামায়াত Fri, Mar 29 2024

ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার নেওয়া গাজায় হত্যাযজ্ঞ সমর্থনের শামিল : পররাষ্ট্রমন্ত্রী Fri, Mar 29 2024

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024