Bangladesh

আগামী মাসে শুরু হতে পারে বাংলাদেশের দ্বিতীয় ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণ
ঢাকা: বাংলাদেশের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ জুলাই থেকে শুরু হতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রোরেল সার্ভিস নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা সংবাদপত্রকে বলেছেন যে তারা নির্মাণকাজ নিয়ে বৈঠক করছেন, তবে এখনও একটি তারিখ নির্ধারণ করা দরকার।
তারা আরও জানান, জমি অধিগ্রহণ ও রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে।
এই রুটটিতে ১৩.৫ কিলোমিটার ভূগর্ভস্থ অবকাঠামো এবং ৬.৫ কিলোমিটার উঁচু অবকাঠামো থাকবে, সংবাদপত্রটি জানিয়েছে।