Bangladesh

পুরোনো ধাচেই হবে নির্বাচনকালীন সরকার বাংলাদেশ
পি আই ডি বাংলাদেশ

পুরোনো ধাচেই হবে নির্বাচনকালীন সরকার

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 28 May 2023, 04:15 pm

ঢাকা, ২৮ মে ২০২৩ : নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো প্রশ্ন আছে । তবে ক্ষমতাসীনরা বরাবরই এ বিষয়ে কথা বলেছেন।

তাদের বক্তব্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে নির্বাচন। কিন্তু বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল এ সরকারের অধীনে নির্বাচনে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

২৫ মে কাতারে ইকোনমিক ফোরামে (কিউইএফ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে জাতীয় সংসদ নির্বাচন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অধিবেশনে তিনি বলেছেন, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে আমাদের সরকারের (আওয়ামী লীগ সরকার) অধীনে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

তবে প্রশ্ন হচ্ছে নির্বাচনকালীন সরকার কেমন হবে। এর গঠন-প্রকৃতিই বা কী। কতজন সদস্য থাকবেন ইত্যাদি। এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, এবারের নির্বাচনেও একই প্রক্রিয়ায় সরকার গঠন হবে। তেমন ব্যতিক্রম কিছু হবে না। আগের মতোই আকারে ছোট হবে। তারা রুটিন দায়িত্ব পালন করবেন।

এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা এটুকু উদারতা দেখাতে পারি যে, পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্যে কেউ যদি নির্বাচনকালীন সরকারে আসতে চান আমরা তাকে নিতে রাজি আছি। আগেও আমরা নিয়েছি’।

তবে বিষয়টি নিয়ে খোদ ধোঁয়াশায় রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নেতারাও। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোরও হাল একই। তারা বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন, এতেই সীমাবদ্ধ। কিন্তু তা কেমন হবে, কীসের ভিত্তিতে হবে আমরা জানি না।

এ নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনাতো আমাদের জানা নেই। না জেনে কী বলবো? উনি বলেছেন যা, ওই পর্যন্তই। এর বাইরে আমাদের কিছু জানা নেই। কোন পরিপ্রেক্ষিতে, কিসের ভিত্তিতে উনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন, এসব জানলে পরে জানাবো। এতে আমাদের আগ্রহ আছে কি না তাও জানাবো।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনের পৌনে দুই মাস আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর গঠন করা হয়েছিল নির্বাচনকালীন সরকার। সেখানে নতুন-পুরাতন মিলিয়ে মোট সদস্য ছিলেন ২৯ জন। ১০ জন ছিলেন উপদেষ্টা। তখন ওই সরকারকে বলা হচ্ছিল সর্বদলীয় সরকার। এরপর একই প্রক্রিয়ায় ২০১৮ সালের নির্বাচনের আগেও সরকার গঠন করা হয়। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই প্রক্রিয়ায় সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

সর্বশেষ শিরোনাম

আপনারা লাফাতেই থাকেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে: বিএনপিকে তথ্যমন্ত্রী Sat, Sep 30 2023

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান Sat, Sep 30 2023

দেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 30 2023

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার Fri, Sep 29 2023

খালেদাকে বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র হয়ে আইন মন্ত্রণালয়ে Fri, Sep 29 2023

জনগণ মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে: রাষ্ট্রপতি Fri, Sep 29 2023

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা সম্পন্ন Fri, Sep 29 2023

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথ শিশুদের নিয়ে কেক কাটলেন পলক Fri, Sep 29 2023

আফ্রিকা-ইসরায়েল দেখেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই : যুক্তরাষ্ট্রকে কাদের Thu, Sep 28 2023

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী Thu, Sep 28 2023