Bangladesh

বাংলাদেশ: মুন্সীগঞ্জ কালী মন্দিরে ছয়টি প্রতিমা ভাঙল হামলাকারীরা মুন্সীগঞ্জ কালী মন্দিরে হামলা
ওয়ালপেপার কেভ

বাংলাদেশ: মুন্সীগঞ্জ কালী মন্দিরে ছয়টি প্রতিমা ভাঙল হামলাকারীরা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 16 Oct 2021, 10:22 pm

মুন্সীগঞ্জ: বাংলাদেশের মুন্সীগঞ্জ অঞ্চলের একটি কালী মন্দিরে শনিবার অজ্ঞাত ব্যক্তিরা ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে।

সিরাজদিখান থানার ওসি মো বোরহানউদ্দিন ঢাকা ট্রিবিউনকে জানান, রাশুনিয়া ইউনিয়নের দনিয়াপাড়া শ্মশানের কালী মন্দিরে ঘটনাটি ঘটে।

সকালে মন্দির পরিদর্শনের পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

স্থানীয়রা জানান তারা এসে দেখেন যে মন্দিরের প্রধান ফটক ভাঙা এবং দেবী কালীর মূর্তিসহ  অন্যান্য বেশ কয়েকটি মূর্তি ভাঙা হয়েছে।

এর পরে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি কামরুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, "মন্দিরটি এখানে এক দশকেরও বেশি সময় ধরে ছিল এবং এই প্রথম এইরকম কিছু ঘটেছে।"

এদিকে, বাংলাদেশের মন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলেছেন এবং যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বলেছেন।

তিনি এমন সময় মন্তব্য করেন যখন গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি দুর্গাপূজা প্যান্ডেল এবং হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। এমনকি নোয়াখালীতে  ইসকন মন্দিরে হামলার ফলে একজন ভক্তের মৃত্যুও হয়েছে।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দুর্গাপূজা উৎসব পালন করার মাঝেই হামলাকারীরা মন্দির এবং প্যান্ডেল ভাঙচুর করছে এমন খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে।

একটি কথিত সোশ্যাল মিডিয়া পোস্টের বলা হয় যে কুমিল্লার একটি মন্দিরে কুরানকে অসম্মান করা হচ্ছে। এই পোস্ট ছড়িয়ে যাওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের মন্দির ও দুর্গা প্যান্ডেলে হামলা হতে শুরু করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দেশের বিভিন্ন স্থানে যারা ধর্ম ব্যবহার করে সহিংসতা উস্কে দিচ্ছেন তাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছিলেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024