Bangladesh

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

Bangladesh Live News | @banglalivenews | 20 Jul 2018, 08:25 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২০: এবার আষাঢ়-শ্রাবণের বর্ষাতেও বৃষ্টির দেখা নেই।

বর্ষার বৃষ্টিতো দূরের কথা শ্রাবণের খরায় পুড়ছে মাঠ-ঘাট। তাই একটু বৃষ্টির আশায় গাইবান্ধার প্রত্যন্ত এক গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ের।

 

পূর্ব-পুরুষের কাছে শোনা গল্প মতে গ্রামের মানুষের বিশ্বাস ব্যাঙের দিলে বৃষ্টি আসবেই।

 

শুক্রবার সকাল থেকেই উৎসবে মেতে ওঠে গাইবান্ধা সদরের দিঘীর পাড়ের কিশোর কিশোরীরা। ডোবা থেকে ব্যাঙ ধরা, সাজানো। তারপর নাচ-গাণ।

 

বিয়ের অনুষ্ঠান বলতে যা বুঝায়, কমতি ছিল না তার কিছুই। গ্রামবাসীর বিশ্বাস ব্যাঙের বিয়ের পর বৃষ্টির মধ্য দিয়ে খরতাপ থেকে মুক্তি মিলবে তাদের।


গেলো বছর গুলোতে বর্ষাকালে এমন চিত্র দেখেনি এই অঞ্চলের মানুষ। চৈত্রের মতো খা খা রোদ আর গরম বাতাসে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

 

জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি দাবী জলবায়ু পরিষদের।

গাইবান্ধা জলবায়ু পরিষদের আহবায়ক অ্যাডভোকেট জিএসএম আলমগীর বলেন, ‘এমন তাপমাত্রা উত্তরাঞ্চলে কোনোদিন ছিল না।’


লোকাচার ও লোকসাহিত্য গবেষক মাজহার উল মান্নান বলেন, ‘বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও এটি এখন এক ধরণের আচার। অনেকের ধারণা ব্যাঙের বিয়ের মতো উৎসবের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার করুণার ছোঁয়া মিলবেই।’


আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে না। বাতাসেও জলীয় বাষ্প স্বাভাবিকের তুলনায় বেশি। এসব কারণে দেখা দিয়েছে তাপদাহ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024