Bangladesh

কপ-২৬ লক্ষ্য অর্জনে ইইউকে পাশে চায় বাংলাদেশ কপ-২৬ | ইইউ
সংগৃহিত রোববার আসন্ন কপ-২৬ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে যাগদানকারি ইইউর রাষ্ট্রদূতদের সংগে পররাষ্ট্রমন্ত্রী।

কপ-২৬ লক্ষ্য অর্জনে ইইউকে পাশে চায় বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 18 Oct 2021, 11:05 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ অক্টোবর ২০২১: চলতি মাসের শেষ দিন গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ শুরু হতে যাচ্ছে। আসন্ন এ সম্মেলনে জলবায়ু ইস্যুতে নিজেদের লক্ষ্য অর্জনে বেশ কিছু বিষয় তুলে ধরবে বাংলাদেশ। সেগুলো যেন সফল হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (১৭ অক্টোবর) আসন্ন কপ-২৬ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

ড. মোমেন বলেন, 'কপ-২৬-এ আমাদের লক্ষ্যগুলো যেন আমরা অর্জন করতে পারি সেজন্য ইইউর সহযোগিতা চেয়েছি। আমাদের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের মূল কারণ, আমরা চাই তাদের সহযোগিতা; তাদের পার্টনারশিপ। যাতে আমাদের যে ইস্যুগুলো কপ-২৬ এ তুলে ধরব তারা যেন আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের পক্ষে কথা বলে। কপ-২৬ একমাত্র আমাদের আশা। ওটাতে যদি আমরা ইফেক্টিভ পদক্ষেপ নিই তাহলে আমাদের সব সমস্যা দূর হবে।'

পরিবেশ ও বনমন্ত্রী জানান, 'মূল বিষয় হচ্ছে কপ-২৬ চলতি মাসের ৩১ তারিখ। আমরা সেখানে যোগদান করছি। আমরা প্রস্তুতি ও উদ্দেশ্য, বিশেষ করে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব; কী কী সিদ্ধান্ত নেব সেসব বিষয়ে আলোচনা করেছি।’

বৈঠকে ইইউর নবনিযুক্ত রাষ্ট্রদূত, ডেনমার্ক, ইতালি, স্পেন ও সুইডেন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং বন পরিবেশ ও জলবায়ু সচিব উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের কাছে তুলে ধরেছি, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল দেশ। আমাদের কার্বন নিঃসরণ কম হওয়ার পরও ক্লাইমেটের কারণে নদী ভাঙন, বৈশ্বিক উষ্ণতার কারণে বহু লোক তাদের বাড়িঘর হারাচ্ছে। এসব সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা ইইউকে বলেছি, এ সমস্যা আমাদের নয়। আমরা ইমিটিশন করি না, তোমাদের কারণে এ লোকগুলো বাড়ি হারা হচ্ছে। এ বিষয়ে তোমরা জোর দাও। আমরা আমাদের তথ্য উপাত্ত দিয়েছি, বলেছি কপ-২৬ এ তোমাদের এনডিসিগুলো এমনভাবে তৈরি করবে যেন গ্লোবাল ওয়ার্মিং ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024