Bangladesh

ফিলিস্তিনি শরণার্থীদের ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ ফিলিস্তিনি শরণার্থী
সংগৃহিত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. মনোয়ার হোসেন

ফিলিস্তিনি শরণার্থীদের ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 03 Jun 2023, 09:05 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ জুন ২০২৩: ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্টে (ইউএনআরডব্লিউএ) ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের সরকার ও মানুষের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন স্বরুপ ২০১৮ সাল থেকে ইউএনআরডব্লিউএ-তে এ অনুদান দিয়ে আসছে বাংলাদেশ।

শনিবার (৩ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সম্মেলনে এ প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। সম্মেলনটির আহ্বান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেশী। এতে সদস্য দেশগুলোকে ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের জন্য নিবেদিত সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যাবলীর বিভিন্ন বিষয় সম্পর্কে ব্রিফ করেন সংস্থাটির কমিশনার জেনারেল।

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. মনোয়ার হোসেন বাংলাদেশ সরকারের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ঘোষণা করেন।

তার বক্তব্যে ইউএনআরডব্লিউএর চলমান তহবিল ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ‘টেকসই, অনুমানযোগ্য এবং পর্যাপ্ত’ তহবিল সুরক্ষার ওপর জোর দেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের সমর্থনের জন্য অস্থায়ীভিত্তিতে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুধু আর্থিক সমর্থন প্রদান করা সমাধান নয়, এই সংকটের একমাত্র সমাধান হলো, ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের মাধ্যমে ইসরায়েলি অবৈধ দখল দারিত্বের অবসান ঘটানো।

জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনের মাধ্যমে ১৯৪৯ সালে ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাদের দুর্দশার ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য সহায়তা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি মানবিক এবং উন্নয়ন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ইউএনআরডব্লিউএ। বর্তমানে এই সংস্থায় শরণার্থী হিসাবে ৫ দশমিক ৯ মিলিয়ন ফিলিস্তিনি নিবন্ধিত।

সর্বশেষ শিরোনাম

আইন বাংলায় করতে উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধান বিচারপতির Thu, Sep 28 2023

আজ শেখ হাসিনার ৭৭তম জন্মদিন Thu, Sep 28 2023

আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি Thu, Sep 28 2023

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন প্রতিনিধিদল Thu, Sep 28 2023

প্রধানমন্ত্রীর জন্মদিনে তুরাগ নদে নৌকা বাইচ Thu, Sep 28 2023

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে আমাদের কিছু করার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Thu, Sep 28 2023

দুর্গাপূজায় গুজব ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ আইজিপির Wed, Sep 27 2023

অক্টোবরেই ২০০ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা Wed, Sep 27 2023

নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে : নির্বাচন কমিশন Wed, Sep 27 2023

সন্ত্রাসীদের গুলিতে ভুবনের মৃত্যু: হিমেল দুই দিনের রিমান্ডে Wed, Sep 27 2023