Bangladesh

ভারতে সংক্রমণ বাড়ছে, বাংলাদেশেও বাড়তে পারে
ঢাকা, ২৪ এপ্রিল ২০২২: নিকট প্রতিবেশী ভারতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
এ অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ এপ্রিল) রাজধানীর মহাখালী নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, দেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নেই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।
জাহিদ মালেক বলেন, আমরা দেশের টার্গেট করা জনসংখ্যার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধু যারা টিকা নিতে চান না কেবল তাদেরই টিকা নেওয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে সক্ষম হয়েছি।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে। এগুলো সব প্রধানমন্ত্রীর চিন্তার ফসল।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পুষ্টির ব্যাপারেও সচেতন করা হয়। যে কারণে আগের তুলনায় অনেক মানুষ সচেতন হচ্ছে। তবে, আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে আরও জোর দিতে হবে।
মন্ত্রী বলেন, আমরা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করেছি। আমাদের টিবি, ডায়রিয়া, কলেরা, যক্ষা কন্ট্রোলে আছে। যেসব কারণে মানুষের গড় আয়ু বাড়ছে। কিন্তু অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে। এগুলোর পেছনে মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টি ভূমিকা রাখে।
‘শুধু খাবার খেলেই হবে না, পুষ্টিকর সুষম খাবার খেতে হবে। পরিমিত খেতে হবে। করোনায় যখন দেশ ও পৃথিবী আক্রান্ত হলো, তখন আমরা খুঁজতে থাকলাম কী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। করোনা হলেও যেন করোনাকে মোকাবিলা করা যায়, আমাদের যেন ক্ষতি না হয়। তার মানে স্বাস্থ্য সেবায় পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’