Bangladesh

বিএনপি-জামায়াত থেকে দেশবাসীকে সাবধান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনা
পি আই ডি বাংলাদেশ

বিএনপি-জামায়াত থেকে দেশবাসীকে সাবধান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 13 Aug 2023, 05:20 pm

ঢাকা, ১৩ আগস্ট ২০২৩ : দেশবাসীকে ‘বিএনপি-জামায়াত থেকে সাবধান’ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপির থেকে দেশবাসী সাবধান। জামায়াত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুঠপাটকারী, একাত্তরের অপরাধী... যাদের আমরা শাস্তি দিয়েছি; তাদের থেকেও দেশবাসীকে সাবধান থাকতে হবে। গণতন্ত্র ওদের মুখের কথা, ওরা গণতন্ত্র বিশ্বাস করে না, গণতন্ত্র ওরা দেশে রাখবেও না। ওরা দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে নেবে।’

শনিবার ১২ আগস্ট রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ বিএনপির কথা বিশ্বাস করে না। হ্যাঁ, তাদের কিছু লোক আছে, অ্যান্টি আওয়ামী লীগ কিছু লোক আছে; থাকবেই।

যেহেতু স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী শক্তিটা আছে, তাদের সাজা দিয়েছি, তাদের আওলাদ-বুনিয়াদ আছে। জাতির পিতা ও ৩ নভেম্বরের হত্যাকারীদের আওলাদ-বুনিয়াদ আছে, এগুলোতো তাদের (বিএনপি) সঙ্গে থাকবেই, আমরা জানি। যত অপকর্মকারী এবং অপরাধী, তারাও বিএনপির সঙ্গেই আছে। আর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে তাদের বলবো তারা যেন ভেবে দেখেন দেশের অবস্থা কী ছিল, আর যদি ওরা কোনোদিন ক্ষমতায় আসে দেশের অবস্থা কোথায় যাবে?’

বৈঠকের শুরুতে ১৫ আগস্ট কালরাতে নিহত সকলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনও দুর্যোগ, দুর্বিপাক মোকাবিলা করার মত শক্তি বিএনপির নেই, তারা কোনো দিন তা করেওনি। মানুষকে অন্ধকারেই ঠেলে দিয়েছে, আলোর পথ দেখাতে পারেনি। আওয়ামী লীগ আছে বলেই, নৌকা মার্কায় জনগণ ভোট দিয়েছে বলেই আমরা তাদের সেবা করতে পারছি, দেশে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ এ দেশকে পেছাতে পারবে না।’

বিএনপির সঙ্গে কোনও আন্তর্জাতিক শক্তি নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে কিছু... তারা নাকি আন্তর্জাতিক শক্তি পায়? কোন শক্তিটা (তাদের সঙ্গে) আছে সেটাই জানতে চাই। কোনও শক্তিই নাই তাদের সঙ্গে। লুটেরাদের সঙ্গে কেউ থাকেও না।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024