Bangladesh

বাঙালি তাড়াতাড়ি সব ভুলে যায়: প্রধানমন্ত্রী ভর্তুকি
পিআইডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাঙালি তাড়াতাড়ি সব ভুলে যায়: প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 18 Nov 2021, 12:11 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ নভেম্বর ২০২১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি ভুলে যায় খুব তাড়াতাড়ি। ছয় ঋতুর দেশ, দুই মাস পর ঋতু বদলালেইতো সব ভুলে যায়। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে বিশ্ব জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ২০০১ সালে নির্বাচনের পর কী পরিস্থিতি সৃষ্টি করেছিল স্মরণ করুন। কত মানুষ হত্যা করা হয়েছিল। কম মানুষ ধর্ষিত হয়েছিল। কত মানুষের হাত কাটা, চোখ তুলে নেওয়া হয়েছিল। সরকারপ্রধান বলেন, তখন বহু মানুষের ঘরবাড়ি দখল করা হয়েছিল। কী ধরনের সহিংসতা হয়েছিল আশা করি সেগুলো ভুলে যাবেন না।

এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশনের কাছে প্রতিবার সংসদ সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হচ্ছে। সেটা প্রকাশ হচ্ছে। আপনারা জানতে পারছেন এবং আপনারা লিখছেনও। এখানে ঘাটতি নেই, যা বলা হয়েছে সেটা আমরা রক্ষা করছি।'

সংবাদ সম্মেলনে দেশে সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিভিন্ন খাতে এর প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে প্রতি বছর ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, এমন তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেছেন, 'সরকার আর কত টাকা ভর্তুকি দেবে?'

তিনি আরও বলেন, বাজেটের সব টাকা যদি ভর্তুকিতে দিয়ে দেই তাহলে সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024