Bangladesh

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের সমন্বয় সভা অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ
ছবি: সংগৃহিত

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের সমন্বয় সভা অনুষ্ঠিত

Bangladesh Live News | @banglalivenews | 15 Mar 2023, 12:42 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ মার্চ ২০২৩ : পঞ্চগড়ে সীমান্ত হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সভাকক্ষে সভাটি হয়।

বিজিবি জানায়, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে। এতে বিজিবি ঠাকুরগাঁও ও দিনাজপুর সেক্টর এবং বিএসএফের কিষাণগঞ্জ ও ফুলবাড়ি সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কিষাণগঞ্জ বিএসএফ সেক্টরের ডিআইজি শ্রী সিডি আগারওয়াল।

সভায় সীমান্ত হত্যা বন্ধ, মাদক পাচার রোধ, চোরাচালান বন্ধসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। এসময় সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি-বিএসএফ কাজ করতে সম্মত হয়।

এর আগে বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সিডি আগারওয়ালের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধি দল বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের বাংলাবান্ধা স্থলবন্দরে আনা হলে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। এরপর মিষ্টি বিনিময় করে সীমান্তের সার্বিক অবস্থা নিয়ে বন্দরের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় অংশ নেয় প্রতিনিধি দল।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক বলেন, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদানসহ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষই সম্মত হয়। উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে এই সভাকে স্মরণীয় করে রাখতে একটি স্মারকচিহ্ন বিনিময় করা হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024