Bangladesh

মাঝ আকাশে চাকা ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ জরুরি অবতরণ
ছবি: উইকিমিডিয়া কমন্স/Md Shaifuzzaman Ayon প্রতীকী ছবি

মাঝ আকাশে চাকা ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ

Bangladesh Live News | @banglalivenews | 07 Mar 2023, 01:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ মার্চ ২০২৩ : কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকায় আসছিল। মাঝ আকাশে বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটে মোট ৭২ যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল। এটি ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে। এদিকে অবতরণের সময় যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উপস্থিত ছিল। তবে তাদের কাজ করতে হয়নি। 

এর আগে গত মাসে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকা পড়ে। বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

পরে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় দুই ঘণ্টা ২৭ মিনিট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024