Bangladesh

মিডিয়া কাভারেজ পেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি: কাদের বিএনপি-পুলিশ সংঘর্ষ
সংগৃহিত ওবায়দুল কাদের

মিডিয়া কাভারেজ পেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি: কাদের

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2022, 07:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২২: দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে এক আন্তর্জাতিক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যখনই রাজপথে আসে, তখন তারা আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য, নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। নিজেরা পুলিশের সঙ্গে হামলা মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার এই চেষ্টা করেন।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, তারা ২০১৩-১৪ তে যেভাবে আগুন সন্ত্রাস বোমাবাজি করেছিল, তারা সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। তারা জানে, নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে, এমন অপবাদ দিচ্ছে।

কাদের বলেন, তাদের সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদেরকে ধরতে যাওয়া কি পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এ বিষয়ে তিনি শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করেন।

বিএনপিকে রাজপথে প্রতিহতের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই তখন নিজেকে রক্ষা করার জন্য পাল্টা জবাব দিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ জবাব দেবে। যদি আমরা আক্রান্ত হই, তাহলে পাল্টা আক্রমণ করব।

সর্বশেষ শিরোনাম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে Wed, Jun 07 2023

সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Wed, Jun 07 2023

নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না: সিইসি Wed, Jun 07 2023

এবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা Wed, Jun 07 2023

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি Wed, Jun 07 2023

এ মাসের মধ্যে লোডশেডিং সমাধান করতে পারবো: সংসদে প্রতিমন্ত্রী Wed, Jun 07 2023

চা স্টলের বিল নিয়ে আত্মীয়ের সাথে ঝগড়ার সময় কিশোরের মৃত্যু Wed, Jun 07 2023

জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট হয়নি : ওবায়দুল কাদের Wed, Jun 07 2023

সীমাবদ্ধতা সত্ত্বেও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023

৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023