Bangladesh

বিএনপি ক্ষমতায় থাকা মানেই দুর্নীতির মহোৎসব: শেখ হাসিনা বিএনপি | আওয়ামী লীগ
পিআইডি ময়মনসিংহ সার্হিট হাউজ মাঠে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি ক্ষমতায় থাকা মানেই দুর্নীতির মহোৎসব: শেখ হাসিনা

Bangladesh Live News | @banglalivenews | 11 Mar 2023, 08:39 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১১ মার্চ ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা মানেই দুর্নীতির মহোৎসব। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ মানুষকে ঘর দিয়েছে, মাথা গোঁজার ঠাঁই দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না।

প্রধানমন্ত্রী শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, 'দেশে এক ইঞ্চি মাটিও পতিত থাকবে না। দেশের আনাচে কানাচে সব মাটিতে ফসল ফলাবো। নিজের খাবারের জন্য মাঠে কাজ করতে কোনো লজ্জা নেই। আমরা নিজেরা খাদ্যশস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবো। আমরা আর কারও কাছে হাত পাততে চাই না।'

আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে এমন মিথ্যাচার ছড়ানোর জন্য প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা বলা, দুর্নীতি করা এবং লুটপাট করা তাদের অভ্যাস।

তিনি বলেন, 'আমি শুনেছি, একজন বিএনপি নেতা সারাদিন মাইক নিয়ে বসে থাকেন এবং বলেন, আমরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছি। প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীকে প্রশ্ন করেন, ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প চালু করা কি বাংলাদেশকে ধ্বংসের নমুনা?'

‘দেশের উন্নয়নে আওয়ামী লীগ কিছুই করেনি’ বিএনপি নেতাদের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, তার সরকার বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত না করলে বা ঘরে ঘরে বিদ্যুৎ না দিলে তারা কি এ ধরনের মিথ্যাচার ছড়াতে পারত।

তিনি বলেন ‘আমরা কিছুই করিনি। কিন্তু তারা আমাদের দেওয়া জিনিস ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।'

পলাতক বিএনপি নেতা তারেক রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে বিদেশে থেকে রাজনীতি করছেন। তার বিরুদ্ধে ২১শে আগস্ট, ২০০৪ সালের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র পাচার এবং দুর্নীতির মামলাসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। শাস্তি থেকে বাঁচতে তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বিভাগীয় জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের নেতাকর্মীরা যোগ দেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024