Bangladesh

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাসহ ৮জন গ্রেপ্তার বেনাপোল এক্সপ্রেস
ছবি: সংগৃহিত

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাসহ ৮জন গ্রেপ্তার

Bangladesh Live News | @banglalivenews | 06 Jan 2024, 04:31 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ জানুয়ারি ২০২৪ : শুক্রবার ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ঢাকা দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী এবং যুবদলের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, "ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নবীউল্লাহসহ আরও পাঁচজন সরাসরি জড়িত ছিলেন।"

ডিবি প্রধান বলেন, “অগ্নিসংযোগের আগে প্রায় ১০-১১ বিএনপি নেতাকর্মী ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন যেখানে তারা সবাই হামলা চালানোর পরিকল্পনা করেছিল।”

শুক্রবার (৫ জানুয়ারী) রাজধানীর গোপীবাগে 'বেনাপোল এক্সপ্রেসে' আগুনের ঘটনায় দুই শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়। আগুনে আন্তঃনগর ট্রেনটির পাঁচটি বগি পুড়ে যায়।

ট্রেনটি যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানিয়েছেন বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে (৭১৫) আগামী রবিবার (৭ জানুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার (৮ জানুয়ারী) থেকে পুনরায় চলাচল শুরু করবে আন্তঃনগর ট্রেনটি।

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেছেন, "পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে। এটা নাশকতা, তা স্পষ্ট।"

অপরদিকে, এ ঘটনার তদন্তে ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024