Bangladesh

পুুলিশের ওপর হামলায় বিএনপি নেতা সাবেক এমপি সালাহউদ্দিনসহ গ্রেফতার ৭ বিএনপি
ফাইল ছবি

পুুলিশের ওপর হামলায় বিএনপি নেতা সাবেক এমপি সালাহউদ্দিনসহ গ্রেফতার ৭

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2023, 04:10 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ আগস্ট ২০২৩ : রাজধানীর মাতুয়াইলে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও পোড়ানোর চার মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন স্তরের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি ওয়ারী বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সালাহ উদ্দিন আহমেদসহ বিএনপির বিভিন্ন স্তরের সাতজন নেতাকর্মীকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে পুলিশের অনুমতি ছাড়া ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা ওপর হামলা করেছে। তিনটি বাসে আগুন লাগিয়েছে। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। সেই দুটি মামলায় এক নম্বর আসামি হচ্ছেন সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে দুপুরে সালাহ উদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তার বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

এদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা দাবি করেছেন, বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে ফেরার পথে সালাহ উদ্দিন আহমেদ ছাড়া আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপিপন্থি আইনজীবী রোকনুজ্জামান সুজা এমন দাবি করে জানান, বৃহস্পতিবার আগাম জামিন নিতে উচ্চ আদালতে যান সালাহ উদ্দিন। সেখান থেকে ফেরার পথে সালাহ উদ্দিনসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024