Bangladesh

১২ মিনিটের ব্যবধানে ৩ টি বাসে আগুন বিএনপির সমাবেশ | অগ্নিসংযোগ
Screengrab from YouTube তিনটি বাসে আগুন দেওয়া হয়

১২ মিনিটের ব্যবধানে ৩ টি বাসে আগুন

Bangladesh Live News | @banglalivenews | 29 Oct 2023, 12:31 am

ঢাকা, অক্টোবর ২৯: ঢাকা মহানগরীর কালশী, সাভারের হেমায়েতপুর ও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাভারের হেমায়েতপুরে রাত ৯টা ১৮ মিনিটে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুরের কালশীতে রাত ৯টা ২২ মিনিটে একই ধরনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর ফ্লাইওভারের নিচে তৃতীয় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মৌমিতা বাসটি হেমায়েতপুরে দাঁড়িয়ে ছিল। বাসটির মালিক জানান, কারা বাসে আগুন দিয়েছে তা তিনি জানেন না। তবে পুলিশের দাবি, তারা বিএনপির নেতা-কর্মী।

বাসের মালিক আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসে করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে গিয়েছিলাম। আমি সন্ধ্যায় ফিরে এসে বাস পার্ক করে বাড়ি চলে গেলাম। রাত ৯টার দিকে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, "বিএনপি কর্মীরা বাসে আগুন দিয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।"

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, 'বাসে অগ্নিসংযোগের ঘটনায় আমাদের কোনো নেতা-কর্মী জড়িত ছিল না। আওয়ামী লীগ ও পুলিশ বাসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার নাটক করার চেষ্টা করছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে বিএনপির নেতাকর্মীরা একটি বাসে আগুন দিয়েছে।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশচলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

ঢাকার আরামবাগ ও কাকরাইলে বাসে আগুন দেওয়া হয়।

অপরদিকে আগুন নেভানোর পর ফেরার পথে শাহজাহানপুর ফ্লাইওভারের নিচে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ২২টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024