Bangladesh

নির্বাচনের আগে বিদ্যুৎ-জ্বালানিতে বিএনপির দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ | বিএনপি
ছবি: সংগৃহিত সংসদ অধিবেশন কক্ষ, ইনসেটে বিদ্যুৎ প্রতিমন্ত্রি ও বিএনপির এমপি হারুন

নির্বাচনের আগে বিদ্যুৎ-জ্বালানিতে বিএনপির দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 02 Nov 2022, 05:22 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ নভেম্বর ২০২২ : দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিএনপির দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নাইকো, সিদ্ধিরগঞ্জ ও খাম্বা কোম্পানির দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান যে পরিমাণ লুটপাট করেছে সেই হিসাব আমাদের কাছে রয়েছে। নির্বাচন সামনে আসতেছে তো, প্রস্তুত থাকেন। সব দেখাবো।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ তার সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের কথা কমপক্ষে ৫০ বার বলেছেন, যা প্রসঙ্গেই নেই। আপনি জানাবেন (বিদ্যুৎ প্রতিমন্ত্রী) বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ, গ্যাসের দাম কত ছিল? দায়মুক্তি কেন ১৫ বছর ধরে কেন বজায় রেখেছেন? বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে হরিলুট ও ভয়ানক অব্যবস্থাপনা চলছে- একদিন সময় দিন আমরা যারা বিএনপির এমপি আছি তারা দীর্ঘ আলোচনা করবো। আপনি ভূতের মুখে রামনাম গল্প শোনায়েন না। তিনি বলেন, আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাচ্ছি বিএনপির সরকার গ্যাসের যে চুক্তি করেছে, সেটা আছে কি না? সেটা সংসদে উপস্থাপন করবেন। বিএনপির আমলে নিত্যপণ্যের দাম কত ছিল তার উত্তর দিন। শুধু বিএনপি জোট সরকারের সময় এই হচ্ছে, ওই হচ্ছে গল্প শোনাচ্ছেন।

স্পিকারের কাছে সংসদে জ্বালানি নিয়ে আলোচনা করার প্রস্তাব করেন হারুন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব, এই ধরনের বিবৃতি হয় না। বিদ্যুৎ খাতে কী করেছেন সেই বিষয়গুলো বলেন। মানুষ বিদ্যুৎ নিয়ে হাহাকার করছে। জ্বালানি উপদেষ্টা বলছেন দিনের বেলা বন্ধ রেখে রাতে বিদ্যুৎ দেবেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর আশ্বাস জনগণকে দিন।

তিনি বলেন, এটা প্রশ্নোত্তর পর্ব। ৩০০ বিধিতে বিবৃতি নয়। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী হারুনুর রশীদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করেন। হারুন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বিএনপি সরকারের সময় গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণের দাম কত ছিল?

হারুনের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সংসদ সদস্য (হারুন) অনেক উত্তেজিত হয়ে গেছেন। অনেকে সত্য কথা সহজে নিতে পারেন না। আমিও চাই সংসদে সময় দেন। সেখানে জ্বালানি নিয়ে কথা বলবো।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024