Bangladesh

ফুলবাড়ী সীমান্তে নদীতে ডুবে যাওয়া ভাই-বোনের মরদেহ ফেরত দিল বিএসএফ বিএসএফ | ফুলবাড়ী
ফাইল ছবি ডুবে যাওয়া ভাই-বোনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ

ফুলবাড়ী সীমান্তে নদীতে ডুবে যাওয়া ভাই-বোনের মরদেহ ফেরত দিল বিএসএফ

Bangladesh Live News | @banglalivenews | 06 Jul 2022, 03:29 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ জুলাই ২০২২: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় নদীতে ডুবে মারা যাওয়া ভাই-বোনের মরদেহ উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ৮টার দিকে কাশীপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪২ এর সাব পিলার ৮ এস এর পাশে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে গত রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর মাত্র ৫০ গজ ভারতের অভ্যন্তরে নীলকমল নদী থেকে পারভীনা খাতুন (৮) ও তার ভাই শাকিবুল হাসানের (৪) ভাসমান মরদেহ উদ্ধার করে ১৯২ ব্যাটালিয়ন সেওটি-১ ক্যাম্পের বিএসএফ ও সাহেবগঞ্জ থানা পুলিশ।

গত শুক্রবার (১ জুলাই) রাতে ভারতীয় কয়েকজন দালালের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে নীলকমল নদী সাঁতরে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে ফেরার সময় স্রোতের টানে মা ছামিনা বেগমের (৩০) হাত ফসকে হারিয়ে যায় শিশু পারভীনা খাতুন ও শাকিবুল হাসান। তাদের বাবা রহিজ উদ্দিনের (৩৫) বাড়ী পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মধ্য সুখাতী গ্রামে।

ওই শিশুদের চাচা নেওয়াশী ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল জানান, তার ভাই রহিজ উদ্দিন ১৫ বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যে যান। কাজ করেন একটি ইটভাটায়। সেদেশেই ওই দুই শিশুর জন্ম ও বেড়ে ওঠা।

রহিজ উদ্দিন জানান, সর্বশেষ হরিয়ানা রাজ্যের সুলতানপুরের হাসিহেসা ইটভাটায় কাজ শেষে তারা গত শুক্রবার বাড়ি ফিরছিলেন। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় নির্বিঘ্নে দেশে ফিরতে তারা দালালদের সঙ্গে ২২ হাজার রুপি চুক্তি করেন। কিন্তু দালালরা তাদের কাছে ৪০ হাজার রুপি নেন।

গত শুক্রবার রাতে ভারতীয় দালাল সিরাজুল ইসলাম, নয়ন, ময়না মিয়াসহ আরও কয়েকজন তাদেরকে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-১ সীমান্তে এনে অন্য আরও ২০/২৫ জন নারী, পুরুষ ও শিশুর সঙ্গে একটি বাড়িতে রাখেন। রাত সাড়ে ৯টায় দালালরা কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে নীলকমল নদীর পাড়ে এনে নোম্যান্স ল্যান্ডে দাঁড় করিয়ে রাখে। নদী সাঁতরে দেশে ফিরতে বলেন তাদের।

এ সময় তাদের কথার শব্দ শুনে ভারতীয় সেউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বালিয়ে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে দুই সন্তনকে নিয়ে নদীতে লাফিয়ে পড়েন তারা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024