Bangladesh

একজন শিক্ষক কীভাবে এত মিথ্যা কথা বলে বুঝে আসে না : ফখরুল সম্পর্কে কাদের বাংলাদেশ
ফাইল ছবি

একজন শিক্ষক কীভাবে এত মিথ্যা কথা বলে বুঝে আসে না : ফখরুল সম্পর্কে কাদের

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 23 Jul 2023, 11:15 pm

ঢাকা, ২৩ জুলাই ২০২৩ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার (স্বভাবজাত মিথ্যাবাদী) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ মিথ্যাবাদী (ফখরুল) বলে তত্ত্বাবধায়ক সরকার এলে আওয়ামী লীগ নাকি ১০টি আসনও পাবে না। একজন শিক্ষক কীভাবে এতো মিথ্যা কথা বলে আমার বুঝে আসে না।’

ওবায়দুল কাদের রোববার নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তা যখন বলেন তখব বড় বেশি বেসামাল। আমার বাবাও শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল একজন কলেজের শিক্ষক হয়ে এতো মিথ্যা কথা বলতে পারেন, এতো গালিগালাজ আর নোংরা কথা বলতে পারেন ভাবতেও অবাক লাগে। তাকে দেখতে মনে হয় একজন পাকা সাচ্চা ভদ্রলোক। আর কথা যখন বলেন তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে মির্জা ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিল। কিন্তু নির্বাচনে দেখা গেলো বিএনপিই ৩০টি আসন পেয়েছে। আল্লাহর কী হুকুম তারা যে ৩০ আসন আওয়ামী লীগকে দিতে চেয়েছিল তা তারাই পেয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এবার যে কী হবে তা জানি না। তবে তারা (বিএনপি) আরও বেপরোয়া হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বিদেশিদের কাছে নালিশ করতে করতে কিছুই আর বাকি নেই। বিদেশিদের কাছে নালিশ করে পাইলেন কী? ঘোড়ার ডিম।’

বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন আর নালিশে কাজ হয় না। বিএনপি নালিশ পার্টি থেকে এখন খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’৭৫-এর পরে বাংলাদেশে একমাত্র অর্জন শেখ হাসিনা। আজকের দিনক্ষণ লিখে রাখেন বলে গেলাম, দেশে এখন ভোট হলে শেখ হাসিনাই জিতবে। দেশের ৭০ শতাংশ লোক তাকেই ভোট দেবে।’ তিনি বলেন, ‘বিএনপির এখন অন্তর্জ্বালা। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু টানেল, একদিনে ১০০ সেতুর উদ্বোধন বিএনপির অন্তরে জ্বালার সৃষ্টি করেছে। তারা জনগণকে বিদ্যুৎ দিতে পারে নাই, দিয়েছে শুধু খাম্বা। তাদের হাতে দেশ নিরাপদ নয়, তারা ভোট চোর, ভোট জালিয়াতি করে ক্ষমতায় যেতে চায়। তারা ভুয়া ভোটার করে প্রতারণা করে।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024