Bangladesh

কানাডা এখন খুনিদের আখড়ায় পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ফাইল ছবি

কানাডা এখন খুনিদের আখড়ায় পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 30 Sep 2023, 01:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩ : পাল্টে যাচ্ছে কূটনৈতিক দৃশ্যপট। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যার কারণে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, বাংলাদেশ এখন কানাডার প্রত্যর্পণ নীতির বিরুদ্ধে নিজস্ব অভিযোগ তুলেছে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে হস্তান্তর করতে কানাডার অস্বীকৃতি এখন  এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ‘ইন্ডিয়া টুডে’র  সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘কানাডা খুনিদের আবাসস্থল হতে পারে না। একদিকে খুনিরা কানাডায় গিয়ে নিরাপদে রয়েছে, অন্যদিকে নিহতের পরিবারের সদস্যরা  কষ্টে দিনযাপন করছে’।

এই তীক্ষ্ণ সমালোচনা  নির্দেশ করে, প্রত্যর্পণ নিয়ে কানাডার অবস্থান, বিশেষ করে মৃত্যুদন্ডের বিরুদ্ধে এর অবস্থান  অপরাধীদের 'প্রতিরক্ষামূলক ঢাল' হয়ে উঠছে। মোমেন মৃত্যুদন্ডের বিষয়টি আরও বিশদভাবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিচার বিভাগ খুবই স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করতে পারে না। নূর চৌধুরী  এবং রশিদ চৌধুরী উভয়েই  যদি বাংলাদেশে ফিরে আসেন এবং দেশের প্রেসিডেন্টের  কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে প্রেসিডেন্ট  তাদের প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করে তাদের সাজা মৃত্যুদন্ড থেকে যাবজ্জীবন কারাদন্ডে পরিবর্তন করতে পারেন’।

পররাষ্ট্রমন্ত্রীর কথাগুলি মানবাধিকারের অপব্যবহার সম্পর্কিত বৈশ্বিক উদ্বেগকে স্পর্শ করে। তিনি জোর দিয়ে বলেন, "অনেক সময় অনেক লোকের দ্বারা মানবাধিকারের ধারণার অপব্যবহার করা হচ্ছে। এটি সত্যিই দুর্ভাগ্যজনক কারণ এটি অনেক সময় খুনি এবং সন্ত্রাসীদের রক্ষা করার জন্য কিছু লোকের কাছে একটি অজুহাত হয়ে উঠেছে’।

কানাডা, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলির কাছে  প্রত্যর্পণের রাজনীতি একটি বৃহত্তর ব্যাখ্যা রয়েছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে দেশগুলো যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় সেগুলোর ওপর জোর দেয় তারা। যদিও কানাডা মানবাধিকারের প্রতি তার অবস্থানে অনড় , তবে এটিকে  তার অংশীদাররা ক্রমবর্ধমানভাবে অপরাধী এবং সন্ত্রাসীদের নিরাপত্তার  ঢাল হিসেবে দেখছে। বাংলাদেশের দাবির সাথে, স্পটলাইট এখন কানাডার প্রত্যর্পণ নীতির উপর।  ঘটনাগুলি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরেই প্রভাব ফেলবে  না বরং  বিশ্বে দেশগুলি কীভাবে প্রত্যর্পণের জটিল সমস্যাটি মোকাবেলা করে তার একটি নজিরও স্থাপন করবে।

সর্বশেষ শিরোনাম

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের Wed, Nov 29 2023

জলবায়ুর অভিঘাতে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর Wed, Nov 29 2023

আইনজীবী-বিচারপ্রার্থীদের ক্ষতি করতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় : পুলিশ Wed, Nov 29 2023

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023