Bangladesh

নির্বাচনে কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলেই প্রার্থিতা বাতিল : ইসি রাশেদা ইসি রাশেদা
ফাইল ছবি

নির্বাচনে কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলেই প্রার্থিতা বাতিল : ইসি রাশেদা

Bangladesh Live News | @banglalivenews | 08 Mar 2024, 12:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ মার্চ ২০২৪ : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। টাকার বিনিময়ে ভোট কেনার সুযোগ নেই। ভোটারদের ভালোবেসে মন জুগিয়েই ভোট নিতে হবে।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুই প্রার্থীর ভোট কেনার অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, এখন থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের নির্বাচন সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি মনিটরিং করবেন। ইভিএমের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হবে। কারচুপির কোনো সুযোগ নেই। যদি কেউ মনে করেন যে, অন্য উপায়ে বা টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হবেন তাহলে তিনি সতর্ক হয়ে যান। নির্বাচিত হতে হলে সকল ভোটারের ভালোবাসায় মন জয় করে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। আচরণবিধি না মেনে নির্বাচনের ব্যত্যয় করলে যে কোনো মুহূর্তে নিবার্চন বন্ধ করে দেওয়া হবে।

আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট ৭টি পৌরসভা, ৯টি উপজেলা পরিষদ ও ৮৩টি ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র, চেয়ারম্যান ও ইউপি সদস্য ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রয়োগের সুযোগ পাবেন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয়জন প্রার্থী। এর মধ্যে জিপ গাড়ি প্রতীকের প্রার্থী শামিম তালুকদার লাবু ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোকবুল হোসেন মুকুলের মধ্যে আসল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তার পদত্যাগে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024