Bangladesh

সন্তানসহ ‘পালানোর চেষ্টা’: জাপানি মায়ের বিরুদ্ধে মামলা জাপানি মা
সংগৃহিত বিমান বন্দরে দুই মেয়ের সঙ্গে নাকানো এরিকো

সন্তানসহ ‘পালানোর চেষ্টা’: জাপানি মায়ের বিরুদ্ধে মামলা

Bangladesh Live News | @banglalivenews | 31 Dec 2022, 12:19 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২২: বাংলাদেশ থেকে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি নারী নাকানো এরিকোকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সন্তানদের নিয়ে বাংলাদেশ থেকে ‘পালিয়ে যাওয়ার’ চেষ্টার ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাকানো এরিকোর সাবেক স্বামী ও ওই দুই সন্তানের বাবা ইমরান শরিফ এই মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাতে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এরিকো নাকানো। আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে পুলিশ ফিরিয়ে দেয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে এরিকো নাকানোর স্বামী ইমরান দেশে আসেন। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। তাদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালতের নির্দেশে শিশু দুটিকে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয় কিছুদিন। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্ট গুলশানের ফ্ল্যাটে মায়ের হেফাজতে শিশুদের রাখার আদেশ দেন।

অভিযোগে জানা যায়, সন্তানদের নামে নতুন পাসপোর্ট তৈরি করে স্বদেশে পালাতে চেয়েছিলেন জাপানি নাগরিক নাকানো এরিকো। নতুন পাসপোর্টের তথ্য স্বামী ইমরান শরীফের কাছে গোপন রেখেই আদালতকে না জানিয়ে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন এরিকো। ওই পাসপোর্ট নিয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইটে পালাতে চেয়েছিলেন এরিকো। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটকান।

ইমরান শরীফ সময়ের আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, তার স্ত্রী ও দুই সন্তানকে পালানোর সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নাসরিন নাহার ও তার বয়ফ্রেন্ড নাজমুল। আর নেপথ্যে মূল হোতা ছিলেন গুলশান-২ এর বাসিন্দা জুবায়ের আহমেদ নামে একজন। যিনি তার দুই সন্তানকে আদালতের অনুমতি ছাড়াই তার বাড়িতে ২ দিন রেখেছিলেন। গত ২৪ নভেম্বর বাচ্চাদের ফেলে তার মা ভারতে চলে যান। তখন আদালতকে বিষয়টি অবগত করি। আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করি তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে যে কোনও সময় পালিয়ে যেতে পারে।

তবে জুবায়ের আহমেদ সময়ের আলোকে বলেন, ইমরান শরীফ যা বলছেন তার কোনও সত্যতা নেই। তার স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। তার পালিয়ে যাওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। ইমরান শরীফ মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছেন। এমন কোনও প্রমাণ পেলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।

এদিকে জাপানি নারী নাকানো এরিকো শুক্রবার রাতে বলেন, আদালত তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তিন মাস পূর্ণ হওয়ায় তার দুই সন্তানকে জাপান নিয়ে যাচ্ছিলেন। তবে তার স্বামী ইমরান শরীফ বলেন, আপিল বিভাগের বিচারকগণ বলেছেন, তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে বিচার কাজ সম্পন্ন করতে। সমাধান না হওয়ায় মামলা চলমান রয়েছে। আদালতকে অবমাননা করে এবং আমার সঙ্গে প্রতারণা করে দুই সন্তানকে জাপান নিয়ে যেতে চাইছিলেন এরিকো।

ইমরান শরীফ জানান, শুক্রবার এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশের তত্ত্বাবধায়নে বড় মেয়েকে তার মায়ের কাছে পাঠিয়ে দেন। ছোট মেয়ে থাকেন বাবার বাসায়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তাদের বারিধারা-৮ নম্বর রোডের হোটেলে বসার কথা ছিল। প্রায় আধাঘণ্টা অপেক্ষার পরও এরিকো তার সন্তানকে নিয়ে আসেননি।

তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার জাপান দূতাবাস থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না করা হলে তারা কঠোর ব্যবস্থা নিবেন। তিনি বলেন, আমরাও আগামী ২৭ ডিসেম্বর চেম্বার আদালতে মামলা করবো।

দুই শিশুর বাবা ইমরান শরীফ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে জাপানে এরিকোর সঙ্গে বিয়ে করেন তিনি। জাপানের বিদ্যমান আইন অনুযায়ী বিয়ের পর টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ঘরে তিন কন্যা সন্তান। স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয় তাদের। এক পর্যায়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দুই মেয়েকে সঙ্গে নিয়ে ইমরান জাপান থেকে দেশে আসেন। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। তাদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি।

পরবর্তীতে আদালতের নির্দেশে শিশু দুটিকে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয় কিছুদিন। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্ট গুলশানের ফ্ল্যাটে মায়ের হেফাজতে শিশুদের রাখার আদেশ দেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024