Bangladesh

ফায়ার সার্ভিসে হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার মাত্র ২৮ ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহিত

ফায়ার সার্ভিসে হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার মাত্র ২৮

Bangladesh Live News | @banglalivenews | 27 May 2023, 02:20 pm

ঢাকা, ২৭ মে ২০২৩ : চলতি বছরের গত ৪ এপ্রিল সকালে হঠাৎ রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। আগুন যখন দাউ দাউ করে একের পর এক বঙ্গমার্কেট লাগোয়া কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়তে থাকে তখন হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসে। আগুনের সঙ্গে জীবন বাজি রেখে কাজ করা দমকল বাহিনীর কর্মীরা তখন দিশেহারা হয়ে পড়েন। অতর্কিত হামলায় অফিস থেকে বেরিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।

হামলা ও ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বাদী হয়ে বংশাল থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় জ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে। কিন্তু দেড় মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মাত্র ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, মামলার তদন্ত প্রতিবেদন এখনো দাখিল করা হয়নি। তদন্ত এখনো চলমান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আরও আসামি আইনের আওতায় আনা হবে।

ফায়ার সার্ভিস বলছে, আরও আসামি গ্রেফতার না করলে মামলার সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন তাদের ওপর এমন হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে পরে এমন ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনার দিন আসামিরা সরকারি কাজে বাধা দিয়ে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের অফিস।

হামলায় ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। শুধু তাই নয়, হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হন ফায়ার সার্ভিসের চার সদস্য। ঘটনাস্থলে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল খানও আহত হন।

মামলার এজাহারে বলা হয়, ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলায় সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের অফিস। হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হন ফায়ার সার্ভিসের চার সদস্য।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024