Bangladesh

দখল বন্ধে খালপাড়ে সিসি ক্যামেরা বসানো হবে লাউতলা খাল
ছবি: সংগৃহিত মেয়র লাউতলা খাল থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথভ্রমণ করেন

দখল বন্ধে খালপাড়ে সিসি ক্যামেরা বসানো হবে

Bangladesh Live News | @banglalivenews | 01 Apr 2022, 03:22 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১ এপ্রিল ২০২২: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালে যাত্রী পরিবহনে ইঞ্জিনচালিত নৌকার লাইসেন্স দেওয়া হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, লাউতলা খালে ময়লা ফেলা এবং দখল বন্ধে খালপাড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে।

এছাড়া খালের সীমানা নির্ধারণ হলে পাড়ে ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) এবং সবুজায়ন করা হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে পুনরুদ্ধার করা লাউতলা খালের উদ্বোধন ও দূষণ রোধে জনসাধারণের অংশগ্রহণমূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করেছি। এ রামচন্দ্রপুর-লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠে ট্রাকস্ট্যান্ড। ১৪ বছর ধরে থাকা সেই ট্রাকস্ট্যান্ড আমরা উচ্ছেদ করেছি খাল বাঁচানোর জন্য। গত ২৩ জানুয়ারি আমরা খালটি উদ্ধারের কার্যক্রম শুরু করি। আজ (৩১ মার্চ) খালে পানিপ্রবাহ দেখতে পাচ্ছি। এ খালে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। খাল পরিষ্কার রাখা ও তদারকির জন্য বিশেষ টিম গঠন করে দেওয়া হবে এবং সিসি ক্যামেরা বসানো হবে। খাল দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রায় ১৪ মাস আগে আমরা ঢাকা ওয়াসা থেকে ২৯টি খাল বুঝে পাই। এরপর থেকেই দেখছি ‘দখল’ আর ‘দূষণ’র কবলে খালগুলো মৃতপ্রায়। খালে স্বচ্ছ পানিপ্রবাহ দেখার অভিপ্রায় নিয়ে কাজ করছি নিরন্তর।’

মেয়র আতিকুল ইসলাম অতিথিদের সঙ্গে নিয়ে লাউতলা খাল থেকে চারটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথভ্রমণ করে রামচন্দ্রপুরে বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে পৌঁছান।

পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘৪৫ মিনিটের এ যাত্রাপথটি নৌযানে পৌঁছাতে মাত্র ছয় মিনিট সময় লাগবে। সিটি করপোরেশন থেকে প্রাথমিকভাবে ২০টি ইঞ্জিনচালিত নৌকার লাইসেন্স দেওয়া হবে এ পথে যাত্রী পারাপারের জন্য।’

তিনি বলেন, নৌকায় চড়ে আমি দেখেছি অসংখ্য খামার ও বাড়ির বর্জ্য সরাসরি এ খালে গিয়ে পড়ছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024