Bangladesh

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি জাতীয় স্মৃতিসৌধ
ছবি: সংগৃহিত সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সিইসি’সহ নতুন নির্বাচন কমিশনাররা

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি

Bangladesh Live News | @banglalivenews | 01 Mar 2022, 12:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১ মার্চ ২০২২: বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানও তার সঙ্গে ছিলেন।

দায়িত্ব নিয়েই শ্রদ্ধা জানাতে আসেন তারা। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নতুন এই প্রধান নির্বাচন কমিশনার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নতুন নির্বাচন কমিশনাররা।

বিকেল সোয়া ৪টায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনাররা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু জাদুঘরের পক্ষ থেকে নতুন কমিশনারদের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই উপহার দেওয়া হয়।

শপথগ্রহণের পর প্রথমদিন সোমবার সকালে কমিশনে আসেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। ইসি কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন নির্বাচন কমিশনাররা।

অনুষ্ঠুানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড কমিশন একা তৈরি করতে পারে না। পলিটিক্যাল লিডারশিপ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলিয়েই কিন্তু হয়। আমরা যদি মুখ ফিরিয়ে থাকি তাহলে দূরত্ব বাড়বে। রাজনৈতিক দলগুলোর কাউকে না কাউকে অহংকার বাদ দিয়ে আলোচনায় আসতে হবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024