Bangladesh

আসল-নকল পর্যবেক্ষক দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় ইসি আলমগীর
ফাইল ছবি

আসল-নকল পর্যবেক্ষক দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়

Bangladesh Live News | @banglalivenews | 03 Aug 2023, 05:58 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ আগস্ট ২০২৩ : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে কে আসল কে নকল সেটা দেখার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের, নির্বাচন কমিশনের নয়। বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একটি সংস্থা মিটিং করে গেল, তাদের মধ্যে দুজনের পরিচয়ই জানা যায়নি, দুজন সাংবাদিক। বিদেশ থেকে যেন এ ধরনের লোক না আসে সে বিষয়ে কোনো পদক্ষেপ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, আমাদের বিদেশে কোনো অফিস নেই। আমরা দেশেরটার খোঁজ খবর নিতে পারি। যতখানি সম্ভব খোঁজ নিয়ে তারপর আমরা অনুমোদন দিই। তবে আন্তর্জাতিক সংস্থার কে আসল আর কে নকল সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সেটা দেখার দায়িত্ব হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

তিনি বলেন, যেসব দেশ থেকে পর্যবেক্ষকরা আসবে, সেসব দেশের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েই ভিসা দেবেন। কোনো সংস্থাকে কিন্তু নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না। আমরা ওপেন বলি যে আপনারা আসেন।

ইসি আলমগীর বলেন, আমরা যেটা চাইব সেটা হলো, নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, সেটা ব্যক্তি হোক আর সংস্থা, এ ধরনের অভিজ্ঞ যারা তারাই যেন আসেন। তাহলেই সবার কাছে গ্রহণযোগ্য হবে। তারা সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে পারবেন। এখন যাদের অভিজ্ঞতা নাই তাদের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

সম্প্রতি যে চারজন এলো, তাদের বিষয়ে কী বলবেন- এমন প্রশ্নে তিনি বলেন, তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক কি না সে বিষয়ে আলোচনা হয়নি। তারা একটা আন্তর্জাতিক ফোরাম হিসেবে এসেছে। আমাদের সঙ্গে যারাই আলোচনা করতে চায় তাদেরই আমরা সময় দিই। সরকার যদি ভিসা দেয়...  আমরা তো বুঝতে পারব না তারা পর্যবেক্ষক নাকি পর্যবেক্ষক নয়।

তারা পর্যবেক্ষক নয়, গণমাধ্যমে এমন প্রতিবেদন এসেছে। নিবন্ধিত একটি সংস্থা কেন তাদের এনে ছলচাতুরি করল, তার জবাবদিহিতা চাইবেন কি না? -এমন প্রশ্নে ইসি আলমগীর বলেন, আমরা তো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ভবিষ্যতে আমরা দেখব। গণমাধ্যমের খবর দেখে তো আমরা ব্যবস্থা নিতে পারব না। আমাদের তো আরও অনেক কাজ আছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024