Bangladesh

গাজীপুরে কলেজছাত্রী খুন, গৃহশিক্ষককের দায় স্বীকার খুন
সংগৃহিত র‌্যাব সদস্যদের মাঝে ঘাতক শিক্ষক সাইদুল

গাজীপুরে কলেজছাত্রী খুন, গৃহশিক্ষককের দায় স্বীকার

Bangladesh Live News | @banglalivenews | 12 May 2023, 09:39 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ মে ২০২৩: বাসায় আরবি পড়াতে গিয়ে সুসম্পর্ক। একপর্যায়ে সবার অগোচরে ছাত্রীকে মৌখিকভাবে প্রতারণামূলক বিয়ে করেন আরবি শিক্ষক। পরে পরিবারের কেউ মেনে না নেওয়া এবং পারিবারিকভাবে বিয়ে করতে ছাত্রীকে রাজি করাতে না পারায় ক্ষিপ্ত হন এ গৃহশিক্ষক।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬৫০ টাকা দিয়ে গরু জবাইয়ের ছুরি বানিয়ে নেন গৃহশিক্ষক। এরপর সেই ছুরি নিয়ে বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে (২১) খুন করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ওই ছাত্রীর মা ও দুই বোনকেও কুপিয়ে জখম করা হয়।

গত ৮ মে গাজীপুরের সালনায় নৃশংসভাবে কুপিয়ে কলেজছাত্রীকে হত্যা এবং নিহতের মা ও দুই বোনকে মারাত্মক জখম করার ঘটনায় একমাত্র আসামি মো. সাইদুল ইসলামকে (২৫) গ্রেফতারের পর এসব কথা জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১০ মে) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে আরবি শিক্ষক সাইদুল গ্রেফতার হন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতার সাইদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ২০২০ সালে করোনাকালীন রাবেয়া তার দুই বোন ও মাকে আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে সাইদুলকে নিয়োগ দেন। এ সুবাদে তিনি প্রতিনিয়ত সে বাসায় যাওয়া-আসা করতেন। একপর্যায়ে ভিকটিমের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক হয়। বিভিন্ন সময় ভিকটিমের প্রতি কুনজর দেয় এবং একপর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল। ৫-৬ মাস আরবি শেখানোর পর তার কাছে আরবি পড়া বন্ধ করে দেয়।

তিনি বলেন, সাইদুল প্রতারণামূলকভাবে ২০২০ সালের ডিসেম্বরে ভুক্তভোগীকে মৌখিকভাবে বিয়ে করে। বিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভিকটিম ও তার পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকে। ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে সাইদুলের সঙ্গে ভিকটিমের যোগাযোগ বন্ধ করে দেয়।

২০২২ সালের অক্টোবরে ভিকটিম গাজীপুর সদর থানায় তাকে উত্ত্যক্ত করার বিষয়ে একটি অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে সাইদুল কিছুদিন ভিকটিমকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকেন। কিন্তু দুই মাস ধরে কলেজ এবং বাসার বাইরে যাওয়া-আসার পথে পুনরায় তাকে উত্ত্যক্ত করতে থাকেন। প্রস্তাবে রাজি না হলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, একপর্যায়ে সাইদুল জানতে পারে ভুক্তভোগী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি সাইদুল কোনোভাবেই মেনে নিতে না পেরে ভিকটিম ও তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024