Bangladesh

ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না নির্বাচন কমিশন
ছবি: সংগৃহিত

ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2023, 01:00 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ মার্চ ২০২৩ : আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম-এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এর জন্য প্রয়োজন অকেজো হয়ে পড়ে থাকা বিপুলসংখ্যক ইভিএম যন্ত্র মেরামত। কিন্তু তার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই অর্থের সংস্থান তারা এখনও করতে পারেনি। আগামী কয়েকদিনের মধ্যে সরকার প্রয়োজনীয অর্থ ছাড় না করলে ইভিএম-এ ভোট গ্রহণের এজেন্ডা বাদ দিতে হবে নির্বাচন কমিশনকে।

এ ব্যাপারে  নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ইভিএম নিয়ে কী হবে, না হবে, জানি না। ইভিএম নিয়ে আমরা অন্ধকারে। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, গত ১৫ মার্চের কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়ার জন্য বলেছি। এক লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য এক হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেটা পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিচ্ছি। 

কেন এ চিঠি দিচ্ছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকার নিশ্চয়তা আমরা এখনো পাইনি। অর্থ বিভাগ টাকার সংস্থান করলে আমরা ইভিএমের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হবো। টাকা না পেলেও আমাদের সিদ্ধান্তে আসতে হবে কী করবো। ব্যালটে কতটা করবো এবং ইভিএমে আদৌ ভোট করবো কি-না। সবটাই নির্ভর করবে অর্থ প্রাপ্তির ওপর।

তিনি বলেন, ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) বলেছে যে তাদের ছয় মাস সময় দিতে হবে মেরামত করার জন্য। কাজেই আমরা তো মনে করি এখনই হাই টাইম।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে যদি টাকা পেলে হাতে ছয় মাস সময় পাবো। অন্যথায় সময় পাবো না। ছয় মাস পর টাকা দিলে আমাদের লাভ হবে না। এক লাখ ১০ হাজার মেশিন ব্যবহারযোগ্য করতে পারলে আমরা ৭০ থেকে ৮০ আসনে ইভিএম-এ ভোট গ্রহণ করতে পারব। অন্যথায় পারবো না।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024