Bangladesh

এ মাসেই শুরু হচ্ছে বুস্টার ডোজ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২১: এ মাসেই শুরু হচ্ছে বুস্টার ডোজ। অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্বরা। সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার আমরা দেবো। যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইন ওয়ার্কার (সম্মুখসারির কর্মী) যারা আছে, তাদেরও দেয়ার পরিকল্পনা নিয়েছি। এ বিষয়ে কার্যক্রম চলছে। নির্দেশনা আমরা দিয়েছি। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আমরা আশা করছি এ মাসেই কাজ শুরু করতে পারব। প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি আছে । আইসিটির প্রস্তুতিটাও আমরা করে ফেলতে পারব। একটা প্রায়োরিটি সেট করতে হয়। সে অনুযায়ী যারা বয়স্ক বা মৃত্যুঝুঁকি বেশি, তাদেরকে আমরা আগে দেবো। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, আমরা দেবো। আমাদের প্রায়োরিটি হলো যারা এখনও এক ডোজও পায়নি, তাদের কিন্তু আমরা প্রায়োরিটিতে রাখব। পাশাপাশি যারা বয়স্ক, তাদের দেবো। সকলকে দেয়ার পরে উন্মুক্ত করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম দুই ডোজ নেয়ার পর যে টিকা নেয়া হয়, তাকে বুস্টার ডোজ বলা হয়।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, প্রথম ডোজ থেকে পাওয়া সুরক্ষাকে বেগবান করে বুস্টার ডোজ। এ ডোজ করোনাভাইরাসে মারাত্মক অসুস্থ হওয়া থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়।
করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং যারা কমপক্ষে তিন মাস আগে টিকা নিয়েছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন।