Bangladesh

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্তের হার ২৫.৮৬ করোনাভাইরাস
ফাইল ছবি করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্তের হার ২৫.৮৬

Bangladesh Live News | @banglalivenews | 04 Feb 2022, 02:19 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২২: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪৯৪ জন।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন। ওইদিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৬৮টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৮৫৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন। বিভাগওয়ারি হিসাবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে দুজন এবং রংপুরে একজন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এ সময় কেউ মারা যাননি। বয়স অনুযায়ী মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব আটজন, আশি বছরের বেশি বয়সী সাতজন।

সর্বশেষ শিরোনাম

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০ Sat, Oct 01 2022

দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব Sat, Oct 01 2022

ঢাকাসহ ৫ বিভাগে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা Sat, Oct 01 2022

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই Sat, Oct 01 2022

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Sat, Oct 01 2022

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, বাড়বে বৃষ্টি Sat, Oct 01 2022

আইজিপির দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন Sat, Oct 01 2022

আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না: ফখরুলকে ওবায়দুল কাদের Sat, Oct 01 2022

মন্দিরে-মণ্ডপে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ Sat, Oct 01 2022

বাংলাদেশ ২৫ মার্চ বিশ্ব গণহত্যা দিবস পালনের আহ্বান জানিয়েছে Sat, Oct 01 2022