Bangladesh

এবারও বিধিনিষেধের মধ্যে কাটলো ঈদ Eid Bangladesh
ফাইল ছবি

এবারও বিধিনিষেধের মধ্যে কাটলো ঈদ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 14 May 2021, 11:56 pm

ঢাকা, ১৪ মে ২০২১ : দেশব্যাপী মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ শুক্রবার।

এক মাস রোজা রাখার পর আজ খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের দিন। তবে করোনাভাইরাসের কারণে নানান বিধিনিষেধের মধ্যে ঠিক যেন পূর্ণতা পায়নি ঈদের আনন্দ। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় অনেকে সেখান গিয়েও ফিরে যাচ্ছেন মন খারাপ করে।

জাতীয় ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী শোলাকিয়াসহ কোনো মাঠেই ঈদের বড় জামাত হয়নি। বিধিনিষেধ মেনে মসজিদেই পড়তে হয়েছে ঈদের নামাজ। বিধিনিষেধ ছিল কোলাকুলি ও করমর্দনের উপরও।

রাজধানীর রাস্তাঘাট আজ ছিল মোটামুটি ফাঁকা। ঈদের নামাজের পর নতুন জামা পরে বাসায় বাসায় যাওয়া বা আগত অতিথিদের খাবার পরিবেশনের সেই চিরচেনা দৃশ্যও ছিল সীমিত।

করোনাভাইরাসের প্রকোপ রোধে দীর্ঘদিন ধরেই বন্ধ দেশের বিনোদন কেন্দ্রগুলো। এ কারণে অন্যান্য বছর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল নামলেও এবার তা হয়নি। তবে বিষয়টি জানা না থাকায় সেখানে আজ অনেকেই গিয়ে ফিরে যাচ্ছেন।

শুক্রবার (১৪ মে) সকাল ৮টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেখা যায়, চিড়িয়াখানায় ঘুরতে এসে বন্ধ দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। চিড়িয়াখানা-জাদুঘরের মতো বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় হাতিরঝিল, সংসদ ভবনের সামনের উন্মুক্ত স্থানের মতো জায়গাগুলোতে মানুষের ভিড় দেখা যায়।

বায়তুল মোকাররমে এবার ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। মোনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এবং ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মানুষকে হেফাজতের জন্য দোয়া করা হয়।
এরপর ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী শাখা।

অন্যদিকে পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিনও গ্রামের উদ্দেশে ছোটেন অনেকে। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, অনেকেই টার্মিনালে আসছেন। এখান থেকে কেউ পাটুরিয়া ফেরিঘাট, কেউ টাঙ্গাইলের পাকুটিয়া, নাগরপুর পর্যন্ত বাসে যেতে পারছেন। অনেকে উত্তরবঙ্গের গাড়ি না পেয়ে সাভার পর্যন্ত বাসে যান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024