Bangladesh

ফের করোনা : বিদেশি যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ করোনাভাইরাস
ছবি: উন্সপ্লাশ/Graham Ruttan প্রতীকী ছবি

ফের করোনা : বিদেশি যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ

Bangladesh Live News | @banglalivenews | 27 Dec 2022, 07:03 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২২ : ওমিক্রনের নতুন উপ-ধরন বিএফ.৭-এর প্রভাবে বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। পার্শ্ববর্তী দেশ ভারতে ওমিক্রনের এই উপ-ধরন শনাক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশেও আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৫ ডিসেম্বর) অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সারা দেশের সব সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা, নৌ, স্থল ও বিমানবন্দর বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চীন ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন উপ-ধরনের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন বিএফ.৭ উপ-ধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশসমূহে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।

অধিদপ্তর বলছে, ওমিক্রনের নতুন উপ-ধরন বিএফ.৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ রুখতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে। এমতাবস্থায় এসব দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আপনার জেলার পয়েন্টস অব এন্ট্রিগুলোতে স্থাপিত ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রা রেড হ্যান্ড হেল্ড থার্মোমিটার কার্যকর রাখতে হবে। নৌ, স্থল ও বিমানবন্দরে আসা সন্দেহজনক যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। সেইসঙ্গে রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ শিরোনাম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান Mon, Jun 05 2023

আগামী মাসে শুরু হতে পারে বাংলাদেশের দ্বিতীয় ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণ Mon, Jun 05 2023

দেশে লোডশেডিং পরিস্থিতি অসহনীয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দু:খপ্রকাশ Mon, Jun 05 2023

চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Mon, Jun 05 2023

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী Mon, Jun 05 2023

তাপপ্রবাহ : সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ Mon, Jun 05 2023

পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে: প্রধানমন্ত্রী Mon, Jun 05 2023

ঈদযাত্রায় যুক্ত হবে ভারতের ৪ লোকোমোটিভ Sun, Jun 04 2023

আঙ্কারায় এরদোগানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদান Sun, Jun 04 2023

আমরা রাজনৈতিক চাপের শিকার: পরিকল্পনামন্ত্রী Sun, Jun 04 2023