Bangladesh

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫ করোনাভাইরাস
ফাইল ছবি

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

Bangladesh Live News | @banglalivenews | 29 Jul 2022, 06:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৯ জুলাই ২০২২: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে বৃহষ্পতিবার সকাল ৮টা শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ৮টা শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ শিরোনাম

প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে: কর্মকর্তাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী Tue, May 30 2023

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন: শেখ হাসিনা Tue, May 30 2023

রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করছে বিএনপি: কাদের Tue, May 30 2023

দুর্নীতির মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের সাজা বহাল Tue, May 30 2023

বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে Tue, May 30 2023

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী Tue, May 30 2023

৫ বিভাগসহ ১১ অঞ্চলে বইছে তাপপ্রবাহ Tue, May 30 2023

দেশে একদিনে ১৫৯ জনের করোনা শনাক্ত Tue, May 30 2023

২০২৬ সালে এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে: শিক্ষামন্ত্রী Tue, May 30 2023

বিদেশিদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি হতাশায় নিমজ্জিত : ওবায়দুল কাদের Tue, May 30 2023