Bangladesh

বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করোনাভাইরাস
ছবি: সংগৃহিত বাণিজ্য মেলার একাংশ

বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ

Bangladesh Live News | @banglalivenews | 26 Jan 2022, 05:57 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ জানুয়ারি ২০২২: দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় এর বিস্তার ঠেকাতে বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরও কঠোর হওয়ার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, আমরা কয়েক দফায় সরকারকে বিধিনিষেধ কঠোর করার ব্যাপারে বলেছি। এখন শুধু বিধিনিষেধ দিলেই হবে না, এর বাস্তবায়ন ও কঠোর প্রয়োগ জরুরি।

বলা হয়ছে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, অফিসগুলো অর্ধেক লোকবল নিয়ে চালাতে হবে। শুধু নির্দেশনাই নয়, এগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। তাই করোনা নিয়ন্ত্রণে পরিবহনে অর্ধেক যাত্রী ও বাণিজ্য মেলা বন্ধ এবং বইমেলা পেছানো উচিত।

লকডাউনের সুপারিশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ওমিক্রন প্রতিরোধে নতুন করে লকডাউন দিয়ে লাভ হবে না। এছাড়া এই মুহূর্তে হাসপাতালগুলোতেও তুলনামূলকভাবে রোগী কম। আমরা যখন দেখি হাসপাতালে রোগীর চাপ বেশি, চিকিৎসকদের ওপর চাপ তৈরি হচ্ছে, তখন লকডাউনের সুপারিশ করি।

অধ্যাপক সহিদুল্লা বলেন, লকডাউন দিলে জনজীবনে প্রভাব পড়বে, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে; কাজেই লকডাউনের আগে যে কাজগুলো বেশি কার্যকর সে কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে জানিয়ে তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দেখা দেয় দক্ষিণ আফ্রিকায়, তারা লকডাউন না দিয়ে শুধু স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনেকটা নিয়ন্ত্রণ করেছে। আমাদেরও স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।

সর্বশেষ শিরোনাম

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প Thu, Jun 01 2023

সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ নয়: প্রধানমন্ত্রীর নির্দেশনা Thu, Jun 01 2023

গুগলের তথ্যের ভিত্তিতে শিশু যৌন নিপীড়ককে গ্রেপ্তার করা হয়েছে Thu, Jun 01 2023

জ্বালানি তেলে সরকার ভর্তুকি দেয় না: জ্বালানি প্রতিমন্ত্রী Thu, Jun 01 2023

সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী Thu, Jun 01 2023

তারেক-জোবায়দার মামলায় হট্টগোলে বিএনপিপন্থি ২৮ আইনজীবীর নামে জিডি Wed, May 31 2023

জাতীয় গ্রিডে যুক্ত হলো প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র Wed, May 31 2023

কাউকে হারিয়ে বা জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: সিইসি Wed, May 31 2023

বাজেট অধিবেশন শুরু Wed, May 31 2023

সুষ্ঠু নির্বাচন সমর্থনকারীদের ভয়ের কিছু নেই: পিটার হাস Wed, May 31 2023