Bangladesh

ঢাকায় ওমিক্রনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রন
পিক্সাবে

ঢাকায় ওমিক্রনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 18 Sep 2022, 05:05 pm

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২২ : ঢাকায় করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

গত কয়েক দিনে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখি প্রবণতার জন্য নতুন এ দুই উপ-ধরন দায়ী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষা পর্যবেক্ষণে এসব তথ্য জানা গেছে।

আইসিডিডিআর,বি জানিয়েছে, করোনা সংক্রমণের গতি-প্রকৃতি নির্ণয়ে গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮টি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এতে রাজধানী ঢাকায় ওমিক্রনের দুটি নতুন সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। জিনোম সিকোয়েন্সে ওমিক্রন ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ২৬টি ওমিক্রন বিএ.৫ এবং ১২টি ওমিক্রন বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়, প্রাথমিকভাবে রাজধানীসহ সারা দেশে ওমিক্রনের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তবে গত তিন সপ্তাহে তা বিএ.৫ থেকে বিএ.২-তে স্থানান্তরিত হয়েছে, যা একটি বড় পরিবর্তন। একই সময়ে বিএ.২.৭৫ (হ=৬) ও বিজে.১ (হ=১) (যা মূলত বিএ.২ থেকে উৎপন্ন হয়েছে) নামে নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

এদিকে, একই চিত্র উঠে এসেছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক প্রতিবেদনে। তারা ঢাকা শহরে ওমিক্রন বিএ.২.৭৫ এবং বিজে.১ উভয় উপ-ধরন শনাক্ত হয়েছে।

সর্বশেষ শিরোনাম

সরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে: ওবায়দুল কাদের Sat, Jun 03 2023

ফিলিস্তিনি শরণার্থীদের ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ Sat, Jun 03 2023

মিতু হত্যা মামলার মূল আসামি গ্রেফতার Sat, Jun 03 2023

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ Sat, Jun 03 2023

ধানমন্ডি লেক থেকে নাবালকের লাশ উদ্ধার Sat, Jun 03 2023

চট্টগ্রাম, সিলেট সহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস Sat, Jun 03 2023

বাংলাদেশে ৬৬ দিন পরে কোভিডে ২ জনের মৃত্যু Sat, Jun 03 2023

শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন Sat, Jun 03 2023

সাবেক মন্ত্রী আফসারুল আমিন মারা গেছেন Fri, Jun 02 2023

কক্সবাজারে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা Fri, Jun 02 2023