Bangladesh

এক মাসে করোনা রোগী বেড়েছে ১৫ গুণ করোনাভাইরাস
ফাইল ছবি হাসপাতালে হঠাৎ করোনা রোগীর সংখ্যা বেড়েছে

এক মাসে করোনা রোগী বেড়েছে ১৫ গুণ

Bangladesh Live News | @banglalivenews | 15 Jan 2022, 05:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ জানুয়ারি ২০২২: দৈনিক আক্রান্তের হিসাবে মাত্র এক মাসের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৫ গুণ বেড়েছে।

গত ১৪ ডিসেম্বর (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন মাত্র ২৯৫ জন। নমুনা পরীক্ষার সংখ্যানুপাতে রোগী শনাক্তের হার ছিল মাত্র ১ শতাংশ। এক মাস পর আজ (১৪ জানুয়ারি) চার হাজার ৩৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে মাসের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় ১৫ গুণ বেড়েছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই প্রতিদিনই সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শুধু বাংলাদেশেই নয়, ওমিক্রনের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। উন্নত দেশগুলোতে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। সেই তুলনায় বাংলাদেশে সংক্রমণ বাড়লেও মৃত্যুর ঘটনা অপেক্ষাকৃত কম।

করোনার সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যেই ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এতে ঘরে-বাইরে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণরোধে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণের বিকল্প নেই। রাজধানীসহ সারাদেশে সরকারিভাবে বিনামুল্যে টিকা প্রদান করা হচ্ছে। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদেরও টিকা প্রদান করা হচ্ছে। অধিক সংখ্যক জনগোষ্ঠীকে টিকাপ্রদানে বর্তমানে বিশেষ টিকাদান কার্যক্রম চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২২ লাখ ডোজ টিকা প্রদান করা হয়েছে। বর্তমান ষাটোর্ধ্ব বয়সী, করোনা রোগীদের সেবাদানের সঙ্গে জড়িত চিকিৎসক ও নার্সহ সংশ্লিষ্টদের এবং ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দেওয়া হচ্ছে।

সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ তিন হাজার ৬০৭ জন শনাক্ত হন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) তিন হাজার ৪৮৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও ফরিদপুরে ২০ জন,গাজীপুরে ২২ জন, গোপালগঞ্জে পাঁচজন, কিশোরগঞ্জে ১৫ জন, মাদারীপুরে পাঁচজন, মানিকগঞ্জে ১২ জন, মুন্সিগঞ্জে দুইজন, নারায়ণগঞ্জে ২৫ জন, নরসিংদীতে পাঁচজন, রাজবাড়ীতে দুইজন এবং টাঙ্গাইলে পাঁচজন শনাক্ত হন।

সর্বশেষ শিরোনাম

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০ Sat, Oct 01 2022

দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব Sat, Oct 01 2022

ঢাকাসহ ৫ বিভাগে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা Sat, Oct 01 2022

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই Sat, Oct 01 2022

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Sat, Oct 01 2022

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, বাড়বে বৃষ্টি Sat, Oct 01 2022

আইজিপির দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন Sat, Oct 01 2022

আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না: ফখরুলকে ওবায়দুল কাদের Sat, Oct 01 2022

মন্দিরে-মণ্ডপে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ Sat, Oct 01 2022

বাংলাদেশ ২৫ মার্চ বিশ্ব গণহত্যা দিবস পালনের আহ্বান জানিয়েছে Sat, Oct 01 2022